জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচি ও ৩০ টাকা কেজি দরে ওএমএস কর্মসূচির চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ এবং নওহাটা পৌরসভায় ওএমএস কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সালমা মমতাজ। এসময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সালমা মমতাজ বলেন, মানবতার জননী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হতদরিদ্র মানুষের পাশে সবসময় থেকেছেন। সারাবিশ্ব যখন খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত, তখন বাংলাদেশে কোন সংকট নেই। খাদ্যবান্ধব কর্মসূচি ২০১৬ সাল থেকে চালু রয়েছে। দুর্যোগময় পরিস্থিতিতে মানবিক প্রধানমন্ত্রী এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ মানুষকে ১৫ টাকা কেজি দরে ভর্তুকির মাধ্যমে চাল দিচ্ছেন। খাদ্য গুদামে চাল ও আটা মজুদ আছে ১৯ লাখ মেট্রিক টন।
বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ বলেন, স্মরণকালের সর্বোচ্চ খাদ্য দেশে মজুদ আছে। বিশ্ব সংকট কাজে লাগিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুবিধা লুটতে চায়।
রাজশাহী জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমার সঞ্চালনায় উভয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটুয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক দিলদার মাহমুদ। পরে নওহাটায় ওএমএস কর্মসূচির উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।
সারাদেশে ৫০ লাখ মানুষকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগে সাত লাখ ৭৬ হাজার ভোক্তাকে চাল দেওয়া হবে। জেলায় ৮১ হাজার ৪০০ জনকে দেওয়া হবে। এছাড়াও রাজশাহী জেলায় ওএমএসের আওতায় ৮৫জন ডিলারের মাধ্যমে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা বিক্রি করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।