জুমবাংলা ডেস্ক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল উপশহর প্রকল্পে প্রতিবন্ধীদের খেলার জায়গা দখল করে গড়ে তোলা পূর্বাচল লেডিস ক্লাব ও উন্মুক্ত স্থান দখল করে গড়ে তোলা দোকানপাট-অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে রাজউক।
বুধবার রাজউক অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম।
তিনি বলেন, পূর্বাচলের জায়গা দখল করে স্থানীয় একজন প্রভাবশালী নেত্রী এসব অবকাঠামো গড়ে তুলেছিলেন। অভিযান চালিয়ে সেগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
২ আগস্ট দেশের অন্যতম জাতীয় দৈনিক সমকালে ‘নীলার দংশনে নীল পূর্বাচল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা পূর্বাচলের প্রতিবন্ধীদের খেলার জায়গা দখল করে লেডিস ক্লাবসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন।
প্রতিবেদনটি প্রকাশের পর গত ৪ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নীলাকে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছাড়াও দলের নিম্নস্তরের সব পদ থেকে অব্যাহতি দেয়। এছাড়া প্রতিবেদন প্রকাশের দিনই রাজউক ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে। সর্বশেষ বুধবার রাজউক অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করল। সূত্র : সমকাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।