জুমবাংলা ডেস্ক : সৌন্দর্য বৃদ্ধি ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে হাতিরঝিলে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক হাঁস অবমুক্ত করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এর মধ্যে কয়েকটি হাঁস মারা গেলেও বাকিগুলো পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। ইতোমধ্যে ডিম পাড়তে শুরু করেছে বেশ কিছু হাঁস।
পুলিশ প্লাজা সংলগ্ন হাতিরঝিল অংশে টিন ও বাঁশ দিয়ে এক ঘর বানানো হয়েছে। সেই ঘরেই মূলত থাকে হাঁসগুলো। বৃহস্পতিবার দেখা গেছে, সেই ঘর থেকে বের হয়ে কিছু হা্ঁস লেকের পানিতে ভাসছে, আর কিছু হাঁস ডাঙায় ঘুরে বেড়াচ্ছে।
হাঁসগুলোর দেখভালের জন্য রাজউকের পক্ষ থেকে রাখা হয়েছে নিরাপত্তাকর্মী, পরিচর্যাকারীরা। তারা প্রতিদিন সকালে হাঁসগুলোকে ঘর থেকে ছেড়ে দেন। খাবার খেতে দেন। আবার সন্ধ্যা হলে ঘরে ঢুকিয়ে দেন।
প্রথমে পরীক্ষামূলকভাবে এই ৩০০ হাঁস হাতিরঝিলে ছেড়েছে রাজউক। এটি সফল হলে পর্যায়ক্রমে আরও ৫ হাজার হাঁস ছাড়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।
হাঁস পরিচর্যাকারী শহিদুল ইসলাম বলেন, ১৪ ফেব্রুয়ারি হাঁসগুলো হাতিরঝিলে অবমুক্ত করা হয়। এরপর থেকে কোনো সমস্যা হয়নি। কোনো হাঁস চুরিও হয়নি। তবে অসুস্থতার কারণে ৫ থেকে ৬টা হাঁস মারা গেছে। বাকিগুলো পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। ইতোমধ্যে বেশকিছু হাঁস ডিম পাড়তে শুরু করেছে। হাঁসগুলোকে দেখাশুনার জন্য বেশ কয়েকজন কর্মী রাখা হয়েছে। তারা সময় মত হাঁসগুলো খাবার দেয়, ঘরে ঢোকায়, বের করে, সারাদিন পাহারা দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।