রেখার সামনে জয়া বচ্চনের সঙ্গে রোমান্সে মেতেছিলেন অমিতাভ

রেখা ও অমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতের অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’।

রেখা ও অমিতাভ

দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে।

তবে এই জনপ্রিয় তারকার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় চর্চা শুরু হয় ইন্টারনেট মহলে। আশা করি সকলেই রেখার সাথে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সম্পর্কের বিতর্ক সম্বন্ধে জানেন। আসলে ইন্টারনেট দুনিয়াতে রেখা, জয়া এবং অমিতাভ বচ্চনের লাভ ট্রায়াঙ্গেলের টপিক সর্বদাই সুপারহিট হয়।

রিয়েল লাইফে তারকারা এই সম্বন্ধে কোনো মন্তব্য না করলেও খুব কম সময়ই দেখা যায় অমিতাভ বচ্চন, রেখা এবং জয়া একসঙ্গে কোথাও হাজির হয়েছেন। তবে কিছু বছর আগে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনজনেই। সেখানে সকলকে অবাক করে দিয়ে অমিতাভ বচ্চন রেখার উপস্থিতিতে নিজের স্ত্রী জয়া বচ্চনের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। অনক্যামেরা সকলের সামনে বলিউড শাহেনশাহ জয়া বচ্চনকে চুম্বন করেন।

টেনশন থেকে মুক্তির ৬টি উপায়

আসলে ২০১৪ সালের ১৪ জানুয়ারি মুম্বাইতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কারের জন্য নাম ঘোষণা করা হয় অমিতাভ বচ্চনের। নাম ঘোষণার পরই সকলের সামনেই বিগ বি জয়া বচ্চনের ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন। ক্ষণিক মুহূর্তের এই চুম্বনের বহু ছবি এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। অনেকে মনে করেন যে রেখাকে দেখানোর জন্য অমিতাভ বচ্চন ওই রাতে এমনটি করেছিলেন।