রাখি আগে মা হবেন তারপর বিয়ে করবেন

রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক : ‘বিগ বস ১৫’খ্যাত তারকা রাখি সাওয়ান্ত। তিনি প্রায়ই আলোচনায় থাকেন বিতর্কিত মন্তব্য করে। বলি পারায় সম্প্রতি খুশির খবর দিলেন আলিয়া ভাট। মা হতে যাচ্ছেন তিনি। এই খবরের পর একটি হাসপাতালে দেখা যায় রাখি ও তার প্রেমিক আদিলকে।

রাখি সাওয়ান্ত

পাপারাজ্জিদের সঙ্গে কথপোকথনে একপর্যায়ে জিজ্ঞেস করা হয় কবে মা হবেন রাখি? উত্তরে তিনি বলেন, ‘আমি মা হতে চাই। বিয়ের আগেও যদি এমন খুশির খবর আসে কোনো ব্যাপার না। মা হবার খবর আসার পরের দিনই আমি বিয়ে করে ফেলবো।’

বোঝাই যাচ্ছে আলিয়াকে ইঙ্গিত করেছেন রাখি। তিনি আরও বলেন, ‘গর্ভপাত করা অপরাধ। আমি শুধু এটা জানি যে আমার গর্ভে যে জন্ম নেবে সে দেবদূত হবে।’

তিনি এসময় নিজেকে ‘রাখি মা’ বলেও সম্বোধন করেন।

বড় বিপদে পড়ে গেলেন শাহরুখ খান

রাখি ও প্রেমিক আদিল খান সোশ্যাল মিডিয়াতে খোলাখুলিভাবে একে অপরের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে থাকেন। ভক্তরা জানতে আগ্রহী যে তারা কবে বিয়ে করবে। সে বিষয়ে তারা কেউই কিছু স্পষ্ট করেন না।