বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের স্বামী আদিল ডুরানিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রাখির দায়ের করার মামলায় আদিলকে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের ওশিওয়ারা থানা পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।
সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাখি সাওয়ান্ত। আদিলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে রাখি বলেন— ‘গতকাল রাতে আদিলের বিরুদ্ধে মামলা করেছি। এ মামলায় ওশিওয়ারা থানা পুলিশ আদিলকে গ্রেপ্তার করেছে।’
গতকাল রাতে থানায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে রাখি বলেন, ‘এসব কোনো নাটক না। আদিল আমার জীবন নষ্ট করে দিয়েছে। সে আমাকে মারধর করেছে, আমার টাকা লুট করেছে। কোরআনের ওপর হাত রেখে কথা দিয়েও তা রাখেনি, ও আমার সঙ্গে প্রতারণা করেছে। মিডিয়ার প্রতি অনুরোধ, আপনারা সত্যকে সমর্থন করুন।’
ক্যানসারে আক্রান্ত হয়ে গত ২৮ জানুয়ারি মারা গেছেন রাখির মা জয়া সাওয়ান্ত। আদিলের কারণে তার মা মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন রাখি। গতকাল এ অভিনেত্রী বলেন, ‘আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ রুপির একটা চেক দিয়ে গিয়েছিলাম। আর বলে গিয়েছিলাম, মায়ের টাকা প্রয়োজন হলে সেখান থেকে যেন খরচ করা হয়। এই টাকা আমার, আদিলের না। এরপর আমার মায়ের অস্ত্রোপচার করার প্রয়োজন হয়। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। খুবই অল্প টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার কারণে সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গিয়েছেন।’
এর আগে রাখি অভিযোগ করেন, আদিল পরকীয়া সম্পর্কে জড়িয়েছে। বহুবার নিষেধ করার পরও এ সম্পর্ক থেকে বেরিয়ে আসেনি সে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া রাখির বিয়ের সার্টিফিকেটে জানা যায়, প্রেমের সম্পর্কে জড়ানোর তিন মাসের মাথায় বিয়ে করেন রাখি-আদিল। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। ধারণা করা হচ্ছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেছেন রাখি। শুরুতে এ বিয়ের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করেন আদিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।