বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত নাম রাখি সাওয়ান্ত। কিছুদিন পরপর বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইমলাইটে আসাটা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে ভালো লাগে তার। এবার ফের আলোচনায় এসেছেন বলিউডের এই অভিনেত্রী। এবার বিতর্কিত এই ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কয়েক দিন আগে সমালোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। শার্লিন চোপড়া, স্বামী আদিলের পর এবার তিনি ঝামেলা পাকিয়েছেন বলিউড লাস্যময়ী তনুশ্রী দত্তের সঙ্গে। এবার পাল্টা জবাব দিলেন বলিউডের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, তনুশ্রী ও রাখির ঝামেলা শুরু ২০০৯-এর ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার সময় থেকে। সেই সময় এই সিনেমা থেকে রাখিকে সরিয়ে তনুশ্রীকে নেওয়াতেই ঝামেলা শুরু। পরে অবশ্য এই সিনেমাতে রাখিকে নেওয়া হয়েছিল।
যদিও তনুশ্রী জানান, গোটাটাই ছিল প্রচার কৌশল। এবং এর অংশ ছিলেন রাখি নিজেই। তারপর বছর চারেক আগে ‘মি টু’ আন্দোলনের সময় তনুশ্রীর নামে অভিযোগ আনেন রাখি। তনুশ্রী নাকি রাখিকে শারীরিক ভাবে হয়রানি করেছিলেন।
এত বছর পর ২০২৩ সালে রাখি্র নামে অভিযোগ এনে তনুশ্রী বলেন, ‘‘রাখির জন্য আমি যথেষ্ট মানসিক এবং শারীরিক কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। তিনি আমার নামে যে সব কথা বলেছিলেন, সেগুলো আমি নিতে পারিনি। প্রতি বছর রাখি নিত্যনতুন বিষয় নিয়ে হাজির হন। কারণ, প্রচারের আলোচনায় থাকতে চান তিনি। তার জন্যই আমার বদনাম হয়েছে, সম্মানহানি হয়েছে। তার জন্য আমার বিয়ে হয়নি।’’ রাখিকে শাস্তি দিয়েই ছাড়বে্ন, বদ্ধপরিকর তনুশ্রী।
এ বার তাকে পাল্টা জবাব দিলেন রাখি। বলিউডের ‘ড্রামা কুইন’ বললেন, ‘আমি ওর নাম মুখে নিতে চাই না। তবে একটা কথা বলতে পারি, চার বছর ধরে কী করছিলেন তিনি? চার বছর পর হঠাৎ এখনই কেন মনে পড়েছে? যে কোনও অন্যায়ের পর এক বছরের মধ্যে তার অভিযোগ দায়ের করতে হয়। এ ক্ষেত্রে চার বছর কেটে গিয়েছে। কী ভাবে এই বিশেষ সুবিধা পাচ্ছেন তনুশ্রী?’’
অন্য দিকে লিখিত অভিযোগে তনুশ্রী জানিয়েছেন, তিনি রাখিকে জেলে পাঠিয়েই ছাড়বেন। রাখির আইনজীবীর কথায়, তার মক্কেলও দেখে নেবেন, কী ভাবে এটা সম্ভবপর হয়। তনুশ্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়লেন রাখি সাওয়ান্তের আইনজীবী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।