বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তকে নিয়ে বিতর্ক কম হয়নি। ২০২২ সালে আদিল দুররানিকে বিয়ে করে হয়েছেন মুসলমান। নাম রাখেন ফাতিমা। তবে সে বিয়ে টেকেনি তার। স্বামীকে পাঠিয়েছেন জেলে। এবার তার নামাজ পড়ার ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, তিনি লোক দেখানোর জন্য এসব করছেন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
সম্প্রতি রাখি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, তিনি নামাজ পড়ছেন। এ ভিডিও ছড়িয়ে পড়ার সাথে জ্বলে ওঠে বিতর্কের আগুন। সবই ঠিক ছিল তার। কিন্তু হাতের নেইল পলিশ নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনরা।
কেউ লেখেন, নামাজ পড়ার আদব কায়দা জানলে এসব করার কী দরকার। কেউ লিখেছেন, রাখির আসলে সবটাই লোকদেখানো, আবার কেউ বলেছেন, সে ধর্ম নিয়ে ছিনিমিনি খেলছে।
সম্প্রতি পারিবারিক কলহের জেরে স্বামী আদিলকে জেলে পাঠিয়েছেন রাখি। সেই মামলায় আইনি লড়াই লড়ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।