মা হতে চলেছেন রাখি সাওয়ান্ত? বেবি-বাম্পের ছবি ঘিরে জল্পনা!

বিনোদন ডেস্ক : বলিউডের ড্রামা কুইন। রাখি সাওয়ান্তের প্রতিদিনই কোনও না কোনও ড্রামা চলতেই থাকে। এবার সামনে এসেছে তাঁর বেবি-বাম্পের নাটক। সত্যি কি প্রেগন্যান্ট রাখি সাওয়ান্ত? অভিনেত্রী কিছু দিন আগেই জানিয়েছিলেন, তাঁর বয়ফ্রেন্ড আদিল দুরানির কথা। আদিলের সঙ্গে তিনি যে তাঁর সন্তানের মা-ও হতে চান, সেকথাও মিডিয়ার সামনে বলেছেন রাখি। তবে এবার তিনি সে সবের জন্য আর অপেক্ষা করেননি।

টপের ভিতর বেলুন ঢুকিয়ে সরাসরি প্রেগন্যান্ট সেজেই ক্যামেরার সামনে এসে গিয়েছেন রাখি সাওয়ান্ত। বুধবার মুম্বইয়ে পাপারাৎজিদের সামনে আচমকা রাখা সাওয়ান্তের বেবি-বাম্প দেখে হতবাক হয়ে যান ভক্তরা। রাখি বলেছেন, ‘ওরা খুবই পবিত্র। এটা আদিলের সন্তান। বিশ্বে এত খারাপ কাজ হচ্ছে, খুন, চুরি, যুদ্ধ। ঈশ্বর আমাকে দুই মসিহার উপহার দিয়েছেন। আমার সন্তান বাহুবলী হবে।’

পরে যদিও তিনি পেটের ভিতর বেলুন রয়েছে তা দেখিয়ে সেগুলি ফাটিয়ে ফেলেন। কিছুদিন আগেই মা হওয়ার কথা বলেছিলেন রাখি। রণবীর কাপুরের বাবা ও আলিয়ার মায়ের পর এবার ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তও মা হতে মরিয়া। সম্প্রতি আবারও এই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। আলিয়া ভাট যখন থেকে সোশ্যাল মিডিয়ায় তার মা হওয়ার সুসংবাদটি ঘোষণা করেছেন, তখন থেকেই তিনি অনেক অভিনন্দনের জোয়ারে। এখন কাপুর পরিবারের নতুন অতিথির অপেক্ষায় সবাই।

রণবীর কাপুরের বাবা ও আলিয়ার মায়ের পর এবার ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তও মা হতে মরিয়া। আসলে, সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও যাতে রাখীকে তাঁর বর্তমান প্রেমিক আদিল খানের সঙ্গে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সেখানে পাপারাজ্জিরা তাদের ঘিরে ধরে আলিয়ার গর্ভাবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। রাখি তখন তাঁর ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘আমি কবে মা হব?’