মায়ের অসুস্থতার সময় পাশে থাকার জন্য অম্বানিকে রাখির ধন্যবাদ

রাখি

বিনোদন ডেস্ক : দিন কয়েক আগেই নিজের বিয়ের কথা প্রকাশ্যে এনেছিলেন রাখি সবন্ত। এ বার মায়ের অসুস্থতার কথাও জানালেন। সেই সময় তাঁর পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ দিলেন ‘অম্বানিজি’কে। মনে করা হচ্ছে, শিল্পপতি মুকেশ অম্বানির কথাই বলতে চেয়েছেন রাখি।

রাখি

গোপনে আদিল খানকে বিয়ে করেছেন রাখি। তার পর তিনি সদর্পে সেই কথা ঘোষণাও করেন। যদিও আদিল একটু লজ্জাই পেয়েছেন বিয়ের কথা প্রকাশ্যে আনতে। শেষ পর্যন্ত ১৬ জানুয়ারি রাখির সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন আদিল। যদিও এখনই বিয়ের উদ‌্‌যাপন করতে পারছেন না রাখি। সে কথাও জানিয়ে দিয়েছেন। কারণ, তাঁর মায়ের অসুস্থতা।

দিন কয়েক আগে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে মায়ের অসুস্থতার কথা প্রথম প্রকাশ করেন রাখি। সেখানে জানিয়েছিলেন, তাঁর মায়ের ব্রেন টিউমার হয়েছে। ক্যানসারেও আক্রান্ত তিনি। ভক্তদের প্রতি তাঁর মায়ের সুস্থতা কামনা করার জন্য অনুরোধ করেছিলেন। রাখির মা জয়া এখন টাটা ক্যানসার হাসপাতালে ভর্তি। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

তার মধ্যেই অন্য একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাখি। জানিয়েছেন, তাঁর মায়ের চিকিৎসায় সাহায্য করছেন অম্বানি। রাখির কথায়, ‘‘আমাদের সাহায্য করার জন্য অম্বানিজিকে ধন্যবাদ জানাচ্ছি। অম্বানিজি আমাদের সাহায্য করছেন।’’ যদিও তিনি মুকেশ অম্বানির কথা বলছেন কি না, তা স্পষ্ট নয়।