বিনোদন ডেস্ক : বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তের নাটকের যেন শেষ নেই। একের পর এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়ে চলেছেন এই দম্পতি। আদিলকে জেলে পাঠিয়ে এরই মধ্যে রাখি চলে গেছেন তার শ্বশুর বাড়ি। সেখানে গিয়ে জানলেন, আদিল আদৌ কোনো ধনাঢ্য ব্যক্তি নন। পেশায় বাসচালক। থাকেন বস্তিতে। খবর আনন্দবাজারের।
রাখি হিন্দু হওয়া সত্বেও আদিলের পরিবার রাখিকে মেনে নিয়েছিল। কিন্তু এবার আদিলের বাড়িতে গিয়ে যা দেখলেন, তাতে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি একা যাননি। সাথে ছিলেন বান্ধবী শার্লিন চোপড়া।
রাখি কাঁদতে কাঁদতে বলেন, আদিল গরীব তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সে সত্যিটা বলতে পারতো। এখনেই শেষ নয়। যৌন জীবন নিয়েও মিথ্যাচার করেছেন আদিল। তিনি আসলে উভকামী।
মাইসুরু আদালতে এ দিন আদিলের সঙ্গে দেখা করেন রাখি। দিন কয়েক আগেই সেখানকার পুলিশের কাছে ইরানি মহিলার করা একটি ধর্ষণের মামলায় আদিলকে মাইসুরু আদালতে তোলা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।