জুমবাংলা ডেস্ক : যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা জানান, ভাইপো রাকিব দীর্ঘদিন ধরে যশোরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা, সাতটি অস্ত্র মামলা, চারটি বিস্ফোরক মামলা ও চাঁদাবাজিসহ মোট ২৪টি মামলা রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
অভিযানে অংশ নেয়া ডিবির এসআই শেখ আবু হাসান জানান, ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ক্ষমতাসীন দলের রাজনীতিক সংযোগ কাজে লাগিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন রাকিব। বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন পেয়ে তিনি অপরাধ নিয়ন্ত্রণ করতেন। এর আগেও একাধিকবার তিনি পুলিশের হাতে আটক হয়েছিলেন, তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হন। সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। যশোরে ফিরে আবারও অপরাধে লিপ্ত হন।
ডিবি পুলিশ জানায়, ভাইপো রাকিবের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যশোরে অপরাধ নিয়ন্ত্রণে তার গ্রেপ্তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।