বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেম শেষ পর্যন্ত পরিণয় পেল। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে বুধবার (২১ ফেব্রুয়ারি) বিয়ে করলেন বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি।
জানা গেছে, গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে করলেন নবদম্পতি। তবে রাকুল ও জ্যাকি একই দিনে পরপর দুবার সাত পাকে বাঁধা পড়েছেন বলে জানা গেছে। এই জুটি দুই সম্প্রদায়ের রীতি-রেওয়াজ মেনে বিয়ে করেছেন।
রাকুল শিখ সম্প্রদায়ের কন্যা। তাই তারা শিখ রীতি মেনে বিয়ে করেছেন। আর জ্যাকি হলেন সিন্ধি। তাই এই হবু দম্পতি সিন্ধি রীতি অনুযায়ীও বিয়ে করেছেন বলে খবর।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইসের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রথমে শিখ রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন রাকুল-জ্যাকি। বেলা সাড়ে ১১টা নাগাদ এই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিকেল ৩টা নাগাদ সিন্ধি রীতি মেনে আবার তারা দ্বিতীয়বার বিয়ে করেন। এরইমধ্যে রাকুল-জ্যাকির বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।
আনুষ্ঠানিক ফটোসেশনের আগেই রাকুল-জ্যাকির বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করবেন। এছাড়া বুধবার রাতেই এক জমকালো নৈশভোজের আয়োজন করা হয়েছে। বিয়েতে ভারতের পাশাপাশি বিদেশি খাবারের বাহারি আয়োজন রাখা হয়েছে বলে খবর। জ্যাকি ও রাকুল দুজনেই অত্যন্ত স্বাস্থ্যসচেতন। তাই তারা বিয়ের মেন্যুতে স্বাস্থ্যসম্মত খাবার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, বিয়ের মেন্যুতে চিনি ও গ্লুটেনবর্জিত নানা পদও রাখা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাকুল আর জ্যাকি মুম্বাইতে ফিরবেন। আরও গুঞ্জন রয়েছে যে রাকুল-জ্যাকি মুম্বাইতে একটি ঝলমলে পার্টির আয়োজন করতে চলেছেন। এই রাতের আয়োজনে বিটাউনের একঝাঁক তারকার দেখা মিলবে।
তাদের বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাদের পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে তাদের বিবাহ বাসর বসেছিল। সেখানে একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। রাকুল প্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে নিজেদের সম্পর্কে অফিশিয়াল প্রেমে আছেন বলে জানিয়েছিলেন রাকুল ও ভাগনানি। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘এ বছর তুমিই আমার সবচেয়ে বড় উপহার।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।