মোদির কথায় বিদেশে বিয়ের পরিকল্পনা বাতিল করলেন রাকুল প্রীত

মোদি-রাকুল

বিনোদন ডেস্ক : আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের দক্ষিনী অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথামত বিদেশে বিয়ের পরিকল্পনা বাতিল করেছেন এই প্রেমিক জুটি।

মোদি-রাকুল

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, রাকুল প্রীত ও জ্যাকি ভাগনানি মধ্যপ্রাচ্যের একটি দেশে বিয়ের পরিকল্পনা করেছিলেন। প্রায় ছয় মাসের পরিকল্পনা ছিল এটি।

সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু গত ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ধনী ও প্রভাবশালী পরিবারগুলিকে তাদের জীবনের বড় অনুষ্ঠানের স্থান হিসাবে ভারতকে বেছে নেওয়ার আহ্বান জানান। আর এ কারণেই মন বদলান হবু বর-কনে।

২০২১ সালে প্রথমবারের মতো দুজনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। রাকুলের জন্মদিনে, ভাগনানি ইনস্টাগ্রামে তার সাথে একটি রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন, যেখানে তাদের হাত ধরে থাকতে দেখা গেছে। এর পর থেকে বিভিন্ন ইভেন্ট ও শোতে একসঙ্গে দেখা গেছে রাকুল-জ্যাকিকে।

রাকুলকে সর্বশেষ দেখা গেছে অক্ষয় কুমারের সঙ্গে ‘কাটপুতলি’ সিনেমায়। এ বছর কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’ এবং ‘আয়ালান’-এ দেখা যাবে অভিনেত্রীকে।