অমিতাভ-অজয়কে প্রশংসায় ভাসালেন রাকুল!

বিনোদন ডেস্ক: দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও সমানতালে কাজ করছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিং। বর্তমানে তার হতে রয়েছে ‘এলিয়েন’, ‘অ্যাটাক’, ‘ছত্রিওয়ালি’, ‘রানওয়ে ৩৪’, ‘থ্যাঙ্ক গড’, ‘ডক্টর জি’, ‘মিশন সিন্ডেরেলা’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ।

এছাড়া আসছে মাসে মুক্তি পাবে তার একাধিক সিনেমা। সেই তালিকায় রয়েছে বহুল আলোচিত ‘রানওয়ে ৩৪’ সিনেমাটি। এতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অজয় দেবগণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে।

আসছে ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছের অজয় দেবগণ। এছাড়া আজ সিনেমাটির ট্রেলার মুক্তিও কথাও জানিয়েছেন এই অভিনেতা। খবরটি ছড়িয়ে পড়তেই সিনেপ্রেমীদের মাঝে দারুণ কৌতুহল তৈরি হয়েছে। তবে একই মাসে রাকুলের একাধিক সিনেমা মুক্তি নিয়েও অনেকে সংশয় প্রকাশ করছেন।

এ প্রসঙ্গে রাকুলপ্রীত বলেন, অমিতাভ বচ্চন স্যার, অজয় দেবগণের মতো অভিনেতার সঙ্গে পর্দায় আসার সুযোগ হচ্ছে ভাবতেই অন্যরকম ভালোলাগা কাজ করছে। দারুণ উচ্ছ্বসিত আমি। আমার মতো দর্শকরাও সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছেন। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। শুটিংসেটে গিয়ে মনে হয়নি সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছি। অমিতাভ স্যার, অজয় শুধু ভালো অভিনেতা নন, অনেক বড় মনের মানুষ তারা। দারুণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস দর্শকরা প্রশংসা করবেন সিনেমাটির।

বিমানে সুখবর পেলেন বাঁধন