অংকের খাতা থেকে সিনেমার পর্দায় রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক : রাকুল প্রীত সিং। বলিউডের স্টাইলিশ অভিনেত্রী। যিনি নজর কাড়েন হালফিলের রঙিন পোশাকে। রঙিন পর্দায়ও আকর্ষণীয় তিনি। অভিনয় দিয়েও বাজিমাত করেছেন। তারচেয়েও বেশি আলোচনায় তার দৃষ্টিনন্দন পোশাক-আশাকে।

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত অংকে স্নাতক। তার অভিভাবকরা ভাবতেন পড়াশোনা শেষ করে অংকের মাস্টার হবেন। কিন্তু তিনি তা না করে হয়েছেন অভিনেত্রী। সমানতালে কাজ করছেন হিন্দি, তেলুগু, তামিল ছবিতে।

১৯৯০ সালের ১০ অক্টোবরে জন্ম রাকুলের। নয়াদিল্লির শিখ পরিবারে জন্ম নিয়েছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘রানওয়ে ৩৪’-এর ট্রেলার। এই ছবিতে তিনি হাজির হয়েছেন স্টাইলিশ ‘মাল্টিকালার্ড’ পোশাকে। নজর কাড়েন তিনি।

হাতে তার এখন বেশ কিছু ছবি রয়েছে। অজয় দেবগনেরর সঙ্গে ‘রানওয়ে ৩৪’ ও জন আব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’ ছবি মুক্তির অপেক্ষায়।

একাধিক সাক্ষাৎকারে রাকুলপ্রীত জানিয়েছেন যে তিনি সবসময়ই অভিনেত্রী হতে চাইতেন। ১৮ বছর বয়সে কলেজে পড়াকালীন তিনি মডেলিং শুরু করেন।

২০০৯ সালে কন্নড় ছবি ‘গিল্লি’ দিয়ে অভিনয় যাত্রা শুরু। ‘খানিক বেশ পকেট মানি’ পাওয়ার জন্য ছবিটি করতে রাজি হন বলে জানিয়েছিলেন অভিনেত্রী। একইসঙ্গে দক্ষিণী ছবির বিস্তার সম্পর্কে তার তখন ধারণা ছিল না বলেও জানান।

উইলের সঙ্গে সংসার করতে চাননি জাডা, বাধ্য হয়েই বিয়ে করেন

এরপর ২০১১ সালে ফের তাকে পর্দায় দেখা যায়। মালয়লাম ও তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবি দিয়ে হিন্দি ছবিতে নাম লেখান রাকুলপ্রীত। সেই একই বছরে আরও ৪টি দক্ষিণী ছবি মুক্তি পায় তার।

‘আইয়ারি’, ‘দে দে পেয়ার দে’, ‘মরজাভাঁ’, ‘সর্দার কা গ্র্যান্ডসন’ ইত্যাদির মতো হিন্দি ছবিতে দেখা যায় তাকে। ব্যক্তিগত জীবনে অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রীর।