Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home রেলগাড়িতে চেপে বিদ্যালয় থেকেই মহাকাশযাত্রা
জাতীয়

রেলগাড়িতে চেপে বিদ্যালয় থেকেই মহাকাশযাত্রা

Shamim RezaNovember 15, 20244 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : কলকাকলি স্টেশনে চারটি বগি নিয়ে রেলগাড়িটি দাঁড়িয়ে আছে। ট্রেনের নাম ‘জ্ঞানের আলো এক্সপ্রেস’। গন্তব্য- ‘ধাদাশ টু মহাকাশ’। ছোট ছোট শিক্ষার্থীরা ট্রেনের সামনে দাঁড়িয়ে, টিফিনে বাড়ি যাবে।

School

শিশুদের এখনই মহাকাশে যাওয়ার স্বপ্ন যে স্কুলটি দেখাচ্ছে সেটির নাম ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। বাস্তবে বিদ্যালয়ে কোন রেলগাড়ি নেই। তবে, ১৯৬৭ সালে নির্মিত চারটি কক্ষকে রং-তুলির আঁচড়ে সম্প্রতি রেলগাড়ির রূপ দেওয়া হয়েছে। এর একটি গ্রন্থাগার, অন্য তিনটি শ্রেণিকক্ষ। এই শ্রেণিকক্ষগুলো ভীষণভাবে উপভোগ করছে শিক্ষার্থীরা। অথচ কয়েকবছর আগেই এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিলো। ইটের দেয়াল আর টিনের ছাউনির সেই ঘরে ক্লাস করতে মন খারাপ হতো শিশুদের।

প্রধানশিক্ষক দিলরুবা খাতুনের হাতের ছোঁয়ায় পুরো স্কুলটিই বদলে গেছে। পরিপাটি করে সাজানো-গোছানো এ স্কুলে এখন ঝরে পড়ার হার শূন্য। ঝরে পড়ার হার শূন্যে নামানোর স্বীকৃতি হিসেবে ২০২২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে স্কুলটি। রেলগাড়ির আদলে পুরোনো ভবনটিকে সাজিয়ে তোলার ছবি ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসছেন প্রধান শিক্ষক।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে স্কুলে গিয়ে দেখা যায়, পুরো ক্যাম্পাসটি যেন একটি শিশুপার্ক। ফুলের বাগানে পশুপাখির ভাস্কর্য। শিশুদের জন্য আছে দোলনা। অফিসকক্ষের সামনে সুন্দর একটি মঞ্চ। ছোট্ট মাঠের পুরোটিতেই দৃষ্টিনন্দন টালি বসানো। সবগুলো শ্রেণিকক্ষই সাজানো-গোছানো। দেয়ালগুলো রঙিন ফুলে-ফলে। কাগজের ফুল দিয়ে শ্রেণিকক্ষ সাজিয়ে রেখেছে শিক্ষার্থীরাই।

বিদ্যালয়ের পূর্ব দিকের পুরনো টিনশেড ভবনটিকে সাজিয়ে তোলা হয়েছে রেলগাড়ির আদলে। ভবনের ওপরে ‘কলকাকলি স্টেশন’ লেখা সাইনবোর্ড। রেলগাড়িটির নাম লেখা হয়েছে ‘জ্ঞানের আলো এক্সপ্রেস’। গন্তব্য ‘ধাদাশ টু মহাকাশ’।

সালটা ২০১০। প্রধান শিক্ষক হয়ে আসেন দিলরুবা খাতুন। তিনি দেখেন, তিনটি ভবনের প্রতিটিই জরাজীর্ণ। শ্রেণিকক্ষের দেয়ালগুলো মলিন। ভেতরে শুধু ব্ল্যাকবোর্ড, আর চক-ডাস্টার। স্কুলের আঙিনায় বালু। গাছ নেই, ফুল নেই, সুন্দর পরিবেশ নেই। শিক্ষার্থীদের উপস্থিতির হার কম। গ্রামের মানুষ স্কুলের ভবনে মই ভিড়িয়ে ছাদে ওঠে। ধান শুকাতে দেয়। স্কুলের আঙিনায় শুকাতে দেওয়া হয় পাট। সবকিছুই মমতাময়ী মায়ের রুপে ঠিক করলেন।

এরপর প্রধান শিক্ষক অভিভাবকদের ডাকলেন। আব্দার করে বললেন, আপনার বাচ্চাদের একটা করে স্কুলড্রেস বানিয়ে দেন না। জুতার সঙ্গে ইউনিফর্ম পরে বাচ্চারা এলে আপনাদেরই ভালো লাগবে।

অভিভাবকেরা সবাই রাজি হন। এখন স্কুলের বাচ্চারা সবাই পরিপাটি ইউনিফর্ম করে স্কুলে আসে। এরপর তিনি মনোযোগ দেন স্কুলটিকে সাজিয়ে তোলার কাজে। এখন স্কুলটি যেন একটা শিশুপার্ক। প্রধান ফটক দিয়ে ঢুকতেই বাঁ পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে চোখে পড়বে ছোট্ট একটি ‘পৃথিবী’। সেখানে মানচিত্র এঁকে মহাদেশগুলোর নাম লিখে রাখা হয়েছে। গ্রিলের সঙ্গে ছবিসহ জন মেজর, আলবার্ট আইনস্টাইন, পাবলো পিকাসো, টমাস আলভা এডিসনসহ আরও অনেকের বিখ্যাত উক্তি লেখা ফেস্টুন। একটি ফেস্টুনে প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিংকনের সেই বিখ্যাত চিঠি।

গ্রামের শিশুরা এখন পরিপাটি ইউনিফর্ম পরে স্কুলে আসে। শিক্ষকেরাও পরেন সাদা অ্যাপ্রোন। আগে স্কুলে টিফিনের সময়ই অনেক শিক্ষার্থী চলে যেত। প্রধান শিক্ষক তা বন্ধ করেন শিশুদের বুঝিয়ে। প্রতিবছরই পঞ্চম শ্রেণিতে চার-পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেতে শুরু করে। শূন্যে নামে ঝরে পড়ার হার। তাই ২০২২ সালে স্কুলটি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের পদক পায়। চলতি বছরেও বিভাগীয় পর্যায়ে এই প্রতিষ্ঠান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটি বৃটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পুরস্কার জিতেছে স্কুলের শিক্ষার্থীরা।

২০২২ সালে বৃটিশ কাউন্সিল বাংলাদেশের এই ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেপাল, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একসঙ্গে কাজ শুরু করে। স্বাস্থ্য, পরিবেশ দূষণ ও স্থানীয় খেলাধুলা তুলে ধরার এ কাজে আনন্দ পায় শিক্ষার্থীরা। তাদের ভিডিও দেখে অন্য দেশের শিক্ষার্থীরা। তারাও বিদেশি সহপাঠীদের কার্যক্রম দেখে। ভার্চুয়াল মাধ্যমে সবার সভা হয়।

স্কুলে আছে দরিদ্র তহবিল : স্কুলের অনেক শিশুকেই কাজে লাগিয়ে দিয়েছিলেন অভিভাবক। প্রধান শিক্ষক তাদের সহযোগিতায় গঠন করেন দরিদ্র তহবিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ড. আফরোজা খানম ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে যুক্ত করেছেন দাতা হিসেবে। প্রতিবছর এ তহবিলে তারা ২০ হাজার করে টাকা দেন। সে টাকায় ২০ জন করে শিক্ষার্থীকে সহযোগিতা করা হয়। স্কুলের দরিদ্র ঘরের প্রতিবন্ধী এক ছাত্রীর বাড়িতে ভাল শৌচাগার ছিল না। দরিদ্র তহবিলের ২০ হাজার টাকায় ওই ছাত্রীর বাড়িতে শৌচাগার নির্মাণ করে দেওয়া হয়।

লজ্জার সীমা অতিক্রম করে করলেন এই গৃহবধূ, রিলিজ হলো উল্লুর নতুন ওয়েব সিরিজ

অসংখ্য উদ্দেগ্যের কারণে এক অজপাড়া গায়ে এমন স্বর্গ নিকেতন গড়ে তুলেছেন প্রধান শিক্ষিকা দিলরুবা খাতুন৷

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় চেপে থেকেই বিদ্যালয় মহাকাশযাত্রা রেলগাড়িতে
Related Posts
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

December 23, 2025
Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

December 23, 2025
নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

December 23, 2025
Latest News
প্রেস সচিব

বাংলাদেশ বীরদের দেশ : প্রেস সচিব

Land-s

জমির দলিলে আর এনআইডিতে নামের মিল নেই? জানুন সহজ সমাধান

নৌপরিবহণ উপদেষ্টা

মাফিয়াচক্রের কারণে অতীতে লাভ দেখেনি বিএসসি: নৌ উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভোটের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ

Hadi

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

নতুন দায়িত্বে ডিআইজি

নতুন দায়িত্বে ৬ ডিআইজি

gun man

নিরাপত্তা বিবেচনায় ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ রেলওয়ে

বিএনপিকে ১০টি স্পেশাল রিজার্ভড ট্রেন দেওয়া হয়েছে : রেলপথ উপদেষ্টা

Police

পুলিশ সদর দপ্তরের ৬ ডিআইজি নতুন দায়িত্বে

হাদি হত্যার বিচার

৩০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার দাবি

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.