আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হাওড়া রেল স্টেশন থেকে ৩৮ লাখ রুপিসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় দুটি ব্যাগসহ দুজনকে আটক করে আরপিএফ। পরে তাদের কাছ থেকে আটত্রিশ লাখ রুপি উদ্ধার হয়। এই অর্থের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়া রেল স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে ইতস্ততভাবে ঘুরছিল দুই যুবক। তাদের হাতে কালো রঙের ব্যাগ ছিল। অনেকক্ষণ ধরে প্ল্যাটফর্মেই হাঁটাচলা করছিল তারা। বেশ কিছুক্ষণ ওই দুই যুবকের গতিবিধির ওপর নজর রাখে দায়িত্বরত আরপিএফ।
এরপর যুবকদের জেরা করে তারা। তখনই ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় ব্যাংককর্মীদের। মেশিন এনে শুরু হয় টাকা গোনা। ওই যুবকদের কাছে থাকা দুটো ব্যাগ থেকে উদ্ধার হয় আটত্রিশ লাখ রুপি, বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ লাখ টাকা।
এরপরই ওই দুই যুবককে আটক করে পুলিশ। জানা গেছে, ধৃত যুবকরা একজন বিহারের অপরজন উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা। তবে কী কারণে এত টাকা নিয়ে হাওড়ায় ঘোরাফেরা করছিল ওই দুই যুবক, তা এখনো জানা যায়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেও হাওড়া থেকে উদ্ধার হয়েছিল কয়েক লাখ টাকা। ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।