আন্তর্জাতিক ডেস্ক : মেট্রো স্টেশন, ট্রেনের ভেতরে কিংবা অন্যান্য স্থানে নেচে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার প্রবণতা বেড়েছে। নানা সমালোচনা ও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পরেও থামছেন না কনটেন্ট ক্রিয়েটররা। সম্প্রতি মুম্বাই রেলওয়ে স্টেশনে নাচের ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে বিপাকে পড়েছেন এক ইনফ্লুয়েন্সার। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
ওই নারীর নাম সিমা কানোজিয়া। রেলওয়ের আইন ভঙ্গের দায়ে ওই নারীকে আটক করা হয়। তাকে জনসম্মুখে ক্ষমাও চাইতে হয়েছে।
ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ক্ষমা চেয়ে ভিডিও দিয়েছেন কানোজিয়া। ভিডিওতে তার দুই পাশে পুলিশের দুই সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভিডিওতে ওই নারী বলেন, “স্টেশনের প্ল্যাটফর্মে নেচে ভুল করেছি।, এটি আইনসম্মত নয়। এজন্য দুঃখিত।” অন্যান্য ইউটিউবার এবং কনটেন্ট ক্রিয়েটরদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতেও পরামর্শ দেন কানোজিয়া।
কানোজিয়ার ভিডিওটি গত ৪ ডিসেম্বর পোস্ট করা হয়। ভিডিওতে তাকে একটি ট্রেন থেকে লাফ দিয়ে প্ল্যাটফর্মে নামতে দেখা যায়। এরপর সেখানে অসংখ্য যাত্রীর মাঝে তাকে নাচতে দেখা গেছে। নাচতে গিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে ধাক্কাও লেগেছে তার।
এ নিয়ে ওই নারী বলেছেন, “ছত্রপতি শিবাজি টার্মিনাসে (সিএসটি) আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে ৭০ থেকে ৮০ মিলিয়ন ভিউ হয়েছে। কিন্তু যেভাবে আমি ভিডিও বানিয়েছিলাম সেটি অপরাধ। এ ধরনের জায়গায় ভিডিও বানানো ঠিক না। যাত্রীদের অসুবিধার মুখে ফেলানোর জন্য আমি অত্যন্ত দুঃখিত।”
কেন্দ্রীয় রেলওয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে যাত্রীদের এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। কারণ এতে অন্য যাত্রীরা বিরক্ত হয়। রেলওয়ে আইনের ১৫২ এবং ১৫৩ ধারা অনুযায়ী, যাত্রীদের আহত করার চেষ্টা করাটা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।