এবার রাম চরণকে নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: বহু বছর ধরেই দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে সুপারস্টারদের তালিকায় একেবারে উপরের সারিতে নিজের আসন পাকা করে রেখেছেন ‘আরআরআর’ ছবি খ্যাত তারকা রাম চরণ। ২০১৩ সালে ‘জঞ্জির’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন রাম।  । ১৯৭৩ সালে অমিতাভ বচ্চন অভিনীত সুপারহিট ছবি ‘জঞ্জির’-এর রিমেক ছিল এই ছবি। অপূর্ব লাখিয়া পরিচালিত সেই ছবিতে রাম চরণের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সময়ে বলিউড পারার অন্দরে অতটাও পরিচিত নাম হয়ে ওঠেননি ‘আরআরআর’-এর এই তারকা। তাই সেই সময়েই রামের ভক্ত ও দক্ষিণে তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ।

২০১৩ সালে ‘জঞ্জির’-এর প্রচারের সময় নিজের মুখেই এ কথা ফাঁস করেছিলেন প্রিয়াঙ্কা। PTI-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছিল, এই ছবির এক সাংবাদিক সম্মেলনে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘জঞ্জির ছবির শ্যুটিংয়ের আগে রাম-এর বিষয়ে সত্যিই অতটা জানতাম না। স্বভাবতই উনার জনপ্রিয়তা সম্বন্ধেও কোনও ধারনা ছিল না। তাই হায়দরাবাদে যখন এই ছবির শ্যুট করতে গিয়েছিলাম, ওঁকে ঘিরে যে উন্মাদনা ছিল, তা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম।’

প্রিয়াঙ্কা আরও জানিয়েছিলেন যে যতদিন তাঁরা হায়দরাবাদে ‘জঞ্জির’-এর শ্যুটিং করেছিলেন ততদিন ধরে রাম চরণকে ছায়ার মতো অনুসরণ করে গিয়েছিলেন তাঁর অগুনতি ভক্তের দল। অভিনেত্রীর কথায়, ‘কমপক্ষে রামের ৩০০ জন ভক্ত সবসময় আমাদের আশেপাশে ভিড় করে থাকতেন সবসময়। হায়দরাবাদের যেখানেই আমরা শ্যুট করি না কেন। বুঝেছিলেন রাম বিরাট একজন সুপারস্টার এবং তাঁর প্রতি ফ্যানদের ভক্তি কতটা নিখাদ এবং সত্যি।’

সূত্র: হিন্দুস্তাইন টাইমস

বাংলাদেশের যে গ্রামে চাইলেই চুক্তিতে বউসহ সব কিছুই ভাড়ায় পাওয়া যায়!