বিনোদন ডেস্ক: কাজ নয়, কথার কারণেই তাঁকে নিয়ে চর্চা বেশি। আরও একবার নিজেই তা প্রমাণ করলেন পরিচালক রাম গোপাল বর্মা (Ram Gopal Varma)। শহিদ কাপুরের (Shahid Kapoor) ‘জার্সি’ (Jersey) নিয়ে তাঁর মন্তব্যের বিতর্কের ঝড় তুলেছে আরও একবার।
বুধবার টুইটারে তিনি লিখেছেন, ‘‘জার্সি’র বিপর্যয়কর অবস্থাই বুঝিয়ে দেয় যে হিন্দি রিমেক এখন মৃত। কারণ ‘পুষ্পা’ (Pushpa: The Rise), ‘কেজিএফ’ (KGF: Chapter 2), ‘আরআরআর’ (RRR)-এর মতো ছবিগুলো হিন্দি ডাবিংয়েও অরিজিনাল ছবিগুলির থেকে বেশি সফল।’ পরিচালক মনে করেন, ছবির বিষয় ভালো হলেই তা সফল হবে।
‘রঙ্গিলা’র পরিচালক মনে করছেন, দক্ষিণী ছবিগুলির পুনর্নির্মাণের প্রয়োজন নেই। সেই ছবিগুলিকে হিন্দিতে ডাব করিয়ে প্রেক্ষাগৃহে নিয়ে এলেই সাফল্য আসবে। তাঁর কথায়, ‘‘পুষ্পা’, ‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ছবিগুলির সাফল্যের পর, কোনও ভালো দক্ষিণী ছবি তার হিন্দি পুনর্নির্মাণের জন্য স্বত্ব বিক্রি করবে না। মোদ্দা কথা হল, রিমেকের থেকে ডাবড ছবি মুক্তি পেলে লাভ বেশি। কারণ আগ্রহ পেলে দর্শক ছবিতে যে কোনও মুখ, বিষয় মেনে নিতে রাজি।’
শুক্রবার অর্থাৎ ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শহিদের ‘জার্সি’। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের একটি তেলুগু ছবির রিমেক এটি। অর্জুন তলোয়ার নামে এক ক্রিকেটারের ঘুরে দাঁড়ানোর গল্প বলে এই ছবি। পারিবারিক টানাপড়েন এবং বাইশ গজের লড়াইকে মিলিয়ে দেওয়া হয়েছে এই ছবিতে। অর্জুনের ভূমিকায় দেখা যাব শাহিদকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন ম্রুনাল ঠাকুর। শহিদের বাবা পঙ্কজ কাপুরও ছবিতে রয়েছেন একটি গুরুত্বপূর্ণ ভূমিকায়।
গত বছরের ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা ছিল শহিদের ছবির। কিন্তু তখন ওমিক্রনের বাড়-বাড়ন্তে পিছিয়ে দিতে হয় মুক্তির দিন। ঠিক করা হয় ১৪ এপ্রিল পর্দায় আসবে ‘জার্সি’। কিন্তু শেষমেশ সেই পরিকল্পনাও মাটি হয়ে যায়। মুক্তির আগেই আইনি বিপাকে জড়িয়ে ছবি। রজনীশ জইসওয়াল নামে জণৈক লেখক দাবি করেন, তাঁর লেখা চিত্রনাট্য ‘দ্য ওয়াল’-এর সঙ্গে অনেক মিল রয়েছে ‘জার্সি’র। প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ আনেন তিনি। এর পর আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন ‘জার্সি’র নির্মাতারা। তাঁদের পক্ষে রায় আসতেই অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি।
এই দীর্ঘ লড়াইয়ের ফল যদিও বিশেষ আশানুরূপ নয়। চার দিনে মাত্র ১৪ কোটির ব্যবসা করেছে এই ছবি। অন্য দিকে, ‘আরআরআর’, ‘কেজিএফ’-এর মতো ছবিগুলি প্রথম দু’দিনেই নিজেদের নাম সামিল করেছিল ১০০ কোটির ক্লাবে।
জনি ডেপের স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক, ভিডিও প্রকাশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।