বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার সিনেমা ‘ট্রিপল আর’। মুক্তি পেতে না পেতেই ব্যবসাসফল এই সিনেমাটি বিভিন্ন ভাষার সংস্করণ মিলিয়ে মোট আয় করেছে এক হাজার কোটি রুপির বেশি! ‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলি ‘ট্রিপল আর’ ছবিটি বানিয়েই শুধু ক্ষান্ত হননি, টাকার সঙ্গে পেয়েছেন যশ আর খ্যাতি।
সিনেমার আয় নিয়ে খুশি নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। তাই আরআরআর-এর সাফল্যও উদ্যাপন করেছেন তারা। মুম্বাইয়ে দুদিন আগে একটি সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। এই ঘটনা তো এখন পুরনো। তবে সেই অনুষ্ঠানে খালি পায়ে হাজির হয়ে সবাইকে তাক লাগিয়েছিলেন রামচরণ।
তবে কেন খালি পায়ে এসেছিলেন, তাই নিয়ে চলে নানা আলোচনা। জানা যায়, আসলে একটি ব্রত পালন করছেন অভিনেতা। প্রতি বছরই একটি নির্দিষ্ট সময়ে ৪১ দিনের ব্রত পালন করেন রামচরণ। বাবার মতোই তিনি আয়াপ্পা ঠাকুরের ভক্ত। কেরালের শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ভক্তদের ৪১ দিন ধরে কঠোর নিয়ম মেনেই ব্রত পালন করতে হয়। সেই ব্রতই পালন করছেন তিনি।
এই ব্রত নিয়ম অনুযায়ী ৪১ দিন খালি পায়ে থাকতে হয়। এছাড়া এই সময়ে অভিনেতাকে শুধু কালো পোশাক পরতে হয়, আমিষ খাওয়া ও মদপান নিষিদ্ধ। এই ব্রত নিয়ম অনুযায়ী বিছানায় নয়, ব্রত চলাকালীন মাটিতে ঘুমাবেন অভিনেতা। চুল-দাড়িও কাটা যাবে না এ সময়।
সূত্র: জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।