জুমবাংলা ডেস্ক : রমজান উপলক্ষে ডিমের ডজন ১২০ টাকা এবং গরুর মাংসের কেজি ৬৪০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (২১ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, আগামী ২৩ মার্চ এই কার্যক্রম উদ্বোধন হবে।
এই দামে রাজধানীর ২০ পয়েন্টে বিক্রি হবে এসব পণ্য। এছাড়া মন্ত্রণালয়ের নির্ধারিত দামে আরও কয়েকটি পণ্য বিক্রি করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজানে কম দামে জনগণের কাছে প্রোটিনসমৃদ্ধ আমিষ সরবরাহে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এ উদ্যোগে প্রতিটি ডিম ১০ টাকায় কিনতে পারবেন ক্রেতারা। গরুর মাংস কেজিপ্রতি ৬৪০ টাকায় কেনা যাবে। আর খাসির কেজির দাম কেজিপ্রতি ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মুরগির মাংস ৩৪০ টাকা, দুধ ৮০ টাকা লিটার কেনা যাবে। আগামী ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত এসব পণ্য ঢাকার ২০ পয়েন্টে বিক্রি হবে।
উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বাজারে এখন প্রতি পিস ডিমের দাম ১১ টাকা ২৫ পয়সা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি। এছাড়া খাসির মাংসের দাম প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।