পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবজুড়ে নামাজের সময় মসজিদের বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সৌদি আরবের ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আসন্ন রমজান মাসে মসজিদগুলোর প্রস্তুতি ও শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করে, যেখানে মাইক ব্যবহারের বিষয়টি কঠোরভাবে সীমিত করা হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না।
মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে নির্ধারিত নামাজের সময়সূচী কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে একটি শান্ত, সুসংগঠিত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার মানুষের বিরক্তি রোধ এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানানো হয়েছে।
রমজানের প্রস্তুতি হিসেবে ইফতারের আয়োজনের বিষয়েও মন্ত্রণালয় সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, ইফতারের যাবতীয় আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে করতে হবে এবং মসজিদের ভেতরে কোনো খাবার পরিবেশন করা যাবে না। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে দান করা পানি ব্যবহার এবং অতিরিক্ত পানি মজুদ না করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।
মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে রক্ষণাবেক্ষণ দলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব সুযোগ-সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।
সৌদি সরকারের এই নির্দেশনাগুলো দেশটির সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখরিত থাকে সৌদি আরবের মসজিদগুলো। তাই ভিড় সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই পদক্ষেপগুলো পবিত্র মাসে ইবাদতের পরিবেশকে আরও সুশৃঙ্খল করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


