ধর্ম ডেস্ক : রমজান মাস পাপ মোচনের, রহমত ও মাগফিরাত লাভের সময়। আল্লাহ তাআলা এ মাসে বান্দার গুনাহ মাফ করেন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। রমজানের শেষ দশক আরও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই সময়েই লাইলাতুল কদর রয়েছে।
১. শেষ দশকে ইতেকাফ করা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের শেষ পর্যন্ত রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। হাদিসে এসেছে—
হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন।’ (বুখারি ২০২৫)
২. খাঁটি অন্তরে তওবা ও দোয়া
রমজান গুনাহ থেকে মুক্তির মাস। খাঁটি অন্তরে তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা উচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيْم الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি।
অর্থ: ‘মহান আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো উপাস্য নেই; যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তওবা করি।’ (তিরমিজি ৩৫৭৭)
৩. লাইলাতুল কদর তালাশ করা ও দোয়া
শবে কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন—
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি।
অর্থ: ‘হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করেন। অতএব, আমায় ক্ষমা করুন।’ (তিরমিজি ৩৫১৩)
৪. ইবাদতে মনোযোগী হওয়া
রমজানের শেষ দশকে ইবাদত আরও বৃদ্ধি করা উচিত। হাদিসে এসেছে—
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন, যা বছরের অন্য সময়ে করতেন না।’ (মুসলিম ১১৭৫)
৫. সদকাতুল ফিতর আদায় করা
রমজানের শেষ দশকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। হাদিসে এসেছে—
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন; যাতে এটা রোজাদারের রোজার বিচ্যুতি তথা অনর্থক কথা-কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয়।’ (আবু দাউদ ১৬০৯)
রমজানের শেষ দশক বরকতময় ও ক্ষমার সময়। আমাদের উচিত এই সময়ে ইতেকাফ, তওবা, ইবাদত ও দান-সদকা বৃদ্ধি করা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পূর্ণ বরকত লাভের তাওফিক দিন। আমিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।