বিনোদন ডেস্ক : কয়েক বছর ধরেই আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়ে নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। কিন্তু খবর রটলেও, নিজেদের প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই মুখ খোলেননি আলিয়া ও রণবীর। সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যে দিয়ে আকার ইঙ্গিতে নিজেদের প্রেম প্রকাশ করলেও, রণবীরের সাথে আলিয়ার প্রেমের গল্পটা অজানা।
তবে আর জল্পনা নয়। রণবীর ও আলিয়ার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের এপ্রিলেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের এই হট জুটি। এই বিয়ের জন্যই নাকি সব ছবির শ্যুটিং শেষ করে বেশ কয়েক মাসের বিরতিও নিয়েছেন আলিয়া ও রণবীর।
‘আরআরআর’ মুক্তির প্রথম দিনেই ২০০ কোটি ছাড়ালো
ইতিমধ্যেই বিয়ের শপিং শুরু করে ফেলেছেন রণবীর কাপুরের মা নিতু কাপুর। শোনা যাচ্ছে, রণবীর ও আলিয়ার বিয়ের পোশাক ডিজাইন করছেন মণীশ মালহোত্রা। মুম্বাইয়ে বিয়ে করবেন আলিয়া ও রণবীর। বিয়ের অনুষ্ঠানও হবে ছিমছাম। রণবীরের কাকা এবং মহেশ ভাটের কথা মাথায় রেখেই এ ধরনের প্ল্যান করেছেন রণবীর ও আলিয়া।
ক্যাটরিনা ও ভিকির বিয়ে হওয়ার পর থেকেই শোনা যাচ্ছিল, আলিয়া ও রণবীরের পরিবার দু’ জনের বিয়ের প্ল্যানিং ফাইনাল করে ফেলেছিলেন। তবে এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আলিয়া ও রণবীর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।