রণবীরকে প্রথম দেখার অনুভূতি কী ছিল, জানালেন আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউড সেনসেশন আলিয়া ভাট ও রণবীর কাপুর এখন সুখী কাপল। ৫ বছর চুটিয়ে প্রেম করে তারা এখন এক ছাদের নিচে বাস করছেন। বিয়ের আট মাসেই সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।

বলিউড নায়িকা রণবীর কাপুরকে প্রথম দেখায় অনুভূতি কী হয়েছিল সেটি জানিয়েছেন।

প্রথম দেখা ১৮ বছর আগে। ২০০৫ সাল, একটি সিনেমার শুটিং সেটে অডিশন টেস্ট দিতে গিয়েছিলেন কিশোরী আলিয়া। সেটা ছিল অমিতাভ বচ্চন ও রানি মুখার্জি অভিনীত ‘ব্ল্যাক’।

অভিনেত্রী বলেন, সেই সিনেমায় আমার জায়গা হয়নি; কিন্তু লম্বা এক তরুণের সঙ্গে দেখা হয়েছিল, তিনি রণবীর কাপুর। আমি তাকে কেবল দেখছিলাম।

এনডিটিভি জানিয়েছে, হলিউডে আলিয়ার প্রথম সিনেমা ‘হার্ট অব স্টোন’ নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে তার প্রথম দেখার মুহূর্ত জানান আলিয়া।

এর ৯ বছর পর ২০১৪ সাল। নির্মাতা প্রযোজক করণ জোহরের শো ‘কফি উইথ করণে’ হাজির হয়ে আলিয়া বলেছিলেন, তিনি অনেক দিন ধরেই রণবীরকে পছন্দ করেন এবং তাকেই বিয়ে করতে চান।

আলিয়ার মনের কথা রণবীর জানেন কিনা— করণের এ প্রশ্নে তিনি বলেছিলেন, আমার এ ইচ্ছা সম্পর্কে সবাই জানে। এ বিষয়ে আমি কখনো লুকোছাপা করিনি। তবে রণবীরকে এখনো সরাসরি বলা হয়নি।

তখন সবাই ধরে নিয়েছিল, প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ছেড়ে আলিয়াকে রণবীর বিয়ে করতেই পারেন, তবে সেটি ঘটবে পর্দায়; কিন্তু সেটি বাস্তবে করে দেখিয়েছেন আলিয়া। বয়সে ১০ বছরের বড় রণবীরের সঙ্গে কেবল প্রেম নয়, তাকেই শেষ পর্যন্ত বিয়ে করেছেন আলিয়া।

ক্যাটের সঙ্গে বিচ্ছেদের পর রণবীর আর আলিয়ার প্রেমের মেয়াদ ছিল পাঁচ বছর। প্রেমের ষষ্ঠ বছরে সিনেমায় জুটি বাঁধার আগেই কাপুর পরিবারের ‘আরকে হাউসে’ ২০২২ সালে দাম্পত্য জীবনে জুটি বাঁধেন আলিয়া-রণবীর।

আয়েশা ঝুলকার বিয়ের ২০ বছরেও সন্তান না হবার কারণ জানা গেল