বিনোদন ডেস্ক : গত ১ ডিসেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় রণবীর কাপুরের বহুল আলোচিত সিনেমা ‘অ্যানিম্যাল’। মুক্তির পরই ভারতীয় বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে সিনেমাটি। কারণ সিনেমাটি মুক্তির মাত্র মাত্র ৬ দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০০ কোটি টাকারও বেশি আয় করেছে। তবে এত ব্যবসাসফলতার মাঝেও সিনেমাটির কিছু বিষয় নিয়ে চলছে সমালোচনা। ক্রাইম ড্রামা সিনেমাটিতে জোয়া চরিত্রে অভিনয় করা তৃপ্তি দিমরির সঙ্গে রণবীরের ন..গ্ন এবং অন্তরঙ্গ দৃশ্য সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।
এই দৃশ্যে তৃপ্তিকে অর্ধন..গ্ন অবস্থায় দেখা গেছে। অনেকে দৃশ্যটি নিয়ে তৃপ্তিকে রীতিমতো কটাক্ষও করছেন। তবে কেউ কেউ রণবীর আর তৃপ্তির উষ্ণ রসায়ন দারুণ পছন্দ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সেই দৃশ্যের নানান সমালোচনা নিয়ে মুখ খুলেছেন তৃপ্তি। এই অভিনেত্রী জানিয়েছেন, বিশেষ এই দৃশ্যের পর্দার পেছনের কথা।
তিনি ই-টাইমসকে এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে বলেছেন, ‘শুরুতে এসব আমাকে অস্বস্তিতে ফেলত। আমি বিরক্ত বোধ করতাম। আমি এমন একজন যাকে সমালোচনার মুখোমুখি খুব কমই হতে হয়েছে। আমি খুব সামান্যই সমালোচিত হয়েছি। আমার প্রথম কিছু সিনেমার ক্ষেত্রে আমি ১০ শতাংশ সমালোচিত হয়েছি, আবার ৯০ শতাংশ প্রশংসিত হয়েছি। এই সিনেমার ক্ষেত্রে আমি মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। তাই শুরুতে আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। আর নিজেকে সবার থেকে দূরে রাখছিলাম। কিন্তু পরে আমি নিজের সঙ্গে সময় কাটিয়েছি। আর এ ব্যাপারে ভেবেছি।’
অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটিং করার সময় কিভাবে তাকে সবদিক থেকে সাপোর্ট দেওয়া হয়েছিল এমন প্রশ্নে তৃপ্তি বলেন, ‘শুটিং সেটে সেদিন আক্ষরিক অর্থে চারজন লোক ছিল; আমি, রণবীর, সন্দীপ স্যার এবং ডিওপি। প্রতি ৫ মিনিটে তারা জিজ্ঞাসা করছিল আমায় ‘তুমি ঠিক আছো? এটা কি তুমি চাও? তুমি কি কমফোর্টেবল? যখন তোমার আশেপাশের লোকেরা তোমাকে এতটা সহায়তা করে, তখন সেই কাজে কনফিডেন্স পাওয়া যায়। সেই কাজে কোনভাবেই অস্বস্তি বোধ হবে না।
তিনি আরও বলেন, যারা জানেনা কিভাবে সেটে কাজ হয় এবং কিভাবে এই দৃশ্যগুলি শ্যুট করা হয়, আর সেটের পরিবেশ কেমন থাকে। তারা এসব কল্পনা করতে থাকে।’ তাদের কল্পনাশক্তি এক অন্য দিশায় নিয়ে যায়। আসল সত্যিটা সেসব মানুষের কাছে নিশ্চয় আশ্চর্যজনক। সত্যি বলতে আমি সেই দৃশ্যের সময় স্বচ্ছন্দ ছিলাম। আর আমার চরিত্র যা দাবি করবে, আমি নিশ্চয় তা করব।’
তৃপ্তি আরও বলেছেন, ‘আমি নিজেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এ ব্যাপারে আমাকে কেউ জোর করেনি। আমি এটা বেছে নিয়েছিলাম। কারণ, অভিনয় পেশা আমাকে রোমাঞ্চিত করে। আমি অভিনয় করতে শুরু করি। আর নিজের অভিনীত চরিত্রের মাধ্যমে আমি আনন্দ খুঁজে নিই। অভিনয় আমাকে ভালো রাখতে সাহায্য করে। চরিত্রের মাধ্যমে নানান চ্যালেঞ্জ নিতে আমি ভালোবাসি।’
অভিনেত্রী বলেন, ‘আমার যদি মনে হয়, এটা করা আমার জন্য ভুল হবে না, তাহলে আমি সেটা অবশ্যই করি। আমি শুধু দেখি সেটে আমি স্বচ্ছন্দ কি না। আমার আশপাশের মানুষের সঙ্গ আমাকে স্বচ্ছন্দে থাকতে সাহায্য করছে কি না, এসব আমি দেখি। তাহলে বুঝি আমি ঠিক পথে হাঁটছি।’ সিনেমাটির সাফল্য নিয়ে তৃপ্তি বলেছেন, ‘সবার বিপুল সাড়া পেয়ে আমার দারুণ লাগছে। সত্যি বলতে, এতটা ভাবিনি। আমাকে যারা ভালোবাসা দিচ্ছেন, তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ।’
উল্লেখ্য, সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। পাশাপাশি ‘অ্যানিমেল’ সিনেমায় হাতে গোনা কয়েকটি দৃশ্যে ছিলেন তৃপ্তি দিমরি। কিন্তু তাতেও মাতিয়ে দিয়েছেন তৃপ্তি। অনেকে আবার রাশমিকার থেকে তৃপ্তিকে এগিয়ে রেখেছেন। সিনেমার নায়িকা রাশমিকা মান্দানার সঙ্গে পাল্লা দিয়ে বারবার আলোচনায় উঠে আসছেন তৃপ্তি দিমরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।