বিনোদন ডেস্ক : নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। এটি বলিউডের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট— প্রায় ৮৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ছবি। ছবিটির প্রথম পর্ব মুক্তি পাবে এই বছরের দিওয়ালিতে। ছবির পুরো শুটিং হয়েছে গ্রিন স্ক্রিনে, যেখানে ভিএফএক্সের (VFX) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছবির প্রথম ভাগের শুটিং শেষ হওয়ার পর কেক কেটে উদযাপন করতে দেখা যায় রণবীর কাপুর ও রবি দুবে-কে। সেই মুহূর্তে রণবীরের চোখে জলও দেখা গিয়েছে, যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
ছবির ঘোষণা থেকেই আলোচনার কেন্দ্রে ছিল একটি প্রশ্ন— রণবীর কাপুর আদৌ রামের চরিত্রে মানানসই হবেন কি না? কিন্তু সদ্য প্রকাশিত ঝলকে রণবীর তাঁর অভিনয়গুণে প্রমাণ করেছেন, তিনি রামের চরিত্রকে যথাযথভাবেই ফুটিয়ে তুলবেন।
তবে এতকিছুর মধ্যেও বিতর্ক পিছু ছাড়ছে না। বলিউডের বিতর্কিত ফিল্ম-ক্রিটিক কমল আর খান (KRK) টুইটারে রণবীর কাপুরকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, রণবীর গরুর মাংস খান, নিয়মিত মদ্যপান করেন এবং অনেক সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকেন। এই ধরনের ব্যক্তি ‘রাম’-এর মতো একটি পবিত্র চরিত্রে কতটা মানানসই হবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেআরকে।
তবে বয়কট কালচারকে পাত্তা না দিয়ে রণবীর কাপুর একের পর এক ব্লকবাস্টার হিট দিয়েছেন। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে রণবীর ও আলিয়া ভাটকে বয়কটের ডাক উঠেছিল, কিন্তু ছবিটি বক্স অফিসে সাফল্য পেয়েছিল। আবার রণবীর অভিনীত বিতর্কিত ছবি ‘অ্যানিম্যাল’ নিয়েও বহু সমালোচনা হয়েছিল, তবে তা ছিল বছরের সবচেয়ে সফল ছবি।
তাই রণবীর যখন রামের ভূমিকায় আসছেন, তাতে বক্স অফিসে ঝড় উঠবে— এমনটাই মনে করছেন অনেকেই। প্রথম ঝলকেই সে আভাস স্পষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।