বিনোদন ডেস্ক : কাপুর পরিবার মানেই আলোচনার শিরোনাম। বলিউডের তারকাখচিত এই পরিবারে একের পর এক তারকার জন্ম, আর তাই তাঁদের ব্যক্তিগত জীবন ঘিরে জল্পনার শেষ নেই। রাজ কাপুর-নার্গিস থেকে শুরু করে ঋষি কাপুর-নিতু সিং—সব সম্পর্কই ছিল চর্চার কেন্দ্রবিন্দু। এমনকি কারিনা ও করিশ্মার মতো কাপুর কন্যারাও গুজব থেকে বাদ যাননি। তবে, কাপুর পরিবারের ‘প্লেবয়’ খেতাবটা যেন পুরোপুরি জিতে নিয়েছেন রণবীর কাপুর।
বর্তমানে আলিয়া ভাটের সঙ্গে সুখের সংসার করছেন রণবীর। কিন্তু অতীতে তাঁর প্রেমজীবন ছিল রীতিমতো রঙিন—সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, একের পর এক প্রেম কাহিনি তাঁকে রেখেছে আলোচনায়। তবে এবার সামনে এলো এমন এক ঘটনা, যা শুনলে হাসির সঙ্গে সঙ্গে আপনি অবাকও হবেন।
জানেন কি, ছোটবেলায় নিজের তুতো বোন কারিনা কাপুরকে গোপনে ‘বিয়ে’ করেছিলেন রণবীর কাপুর? হ্যাঁ, এ কথা রণবীর নিজেই স্বীকার করেছেন কারিনার পডকাস্টে।
ঘটনাটা খুলেই বলি। একবার কারিনার সঙ্গে কথায় কথায় রণবীর ফিরে যান শৈশবের স্মৃতিতে। তিনি বলেন, ছোটবেলায় তাঁরা “রান্নাবাটি” খেলতেন, যেখানে কারিনা হতেন রণবীরের স্ত্রী আর রিধিমা (রণবীরের দিদি) হতেন তাঁর মা। একবার খেলতে খেলতে রণবীর তাঁর মায়ের (নিতু সিং) ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক এনে কারিনার সিঁথিতে সিঁদুরের মতো লাগিয়ে দেন। আর রিধিমা তখন ছাদনাতলার মতো সাজিয়ে তাঁদের ‘বিয়ে’ দেন!
এই গল্প শুনে কারিনা তো একেবারে হতবাক! হেসে বললেন, “ভাগ্যিস আমার এসব কিছু মনে নেই। না হলে তো বড় বিপদেই পড়তাম!”
রণবীর আরও বলেন, “শৈশবে আমরা কত কিছুই না করি। তখন সেসব মনে হয়নি, কিন্তু এখন ভেবে খুব মজা লাগে। ছোটবেলার এই ‘বিয়ের’ ঘটনাও ঠিক তেমনই। নির্দোষ সময়ের মিষ্টি এক স্মৃতি হয়ে আছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।