বিনোদন ডেস্ক: কিশোর বয়স থেকেই নিয়মিত তামাক সেবন করতেন বলিউড স্টার রণবীর কাপুর। কলেজ বন্ধুদের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। শারীরিক ও মানসিকভাবেও যার প্রভাব পড়েছিল তার।
কিন্তু এখন আর মাদক ছুঁয়েও দেখেন না তিনি। কীভাবে এ নেশার জগৎ ছেড়ে বের হয়ে এসেছেন তিনি, জানিয়েছেন সে তথ্য।
জানা গেছে, সঞ্জয় দত্তের জীবনীচিত্র ‘সঞ্জু’-তে অভিনয় করার সময় ২০১৮ সালে নিজের মাদকাসক্তি নিয়ে কথা বলেন রণবীর। তখন তিনি বলেন, ‘কলেজজীবনে মাদকাসক্ত ছিলাম। এরপর ধীরে ধীরে মাদকের ক্ষতি সম্পর্কে ধারণ পেতে শুরু করলাম। অনেক চেষ্টার পর মাদক ছাড়তে সমর্থ হই।’
তিনি আরও বলেন, ‘আমি এখন অন্য নেশায় আসক্ত। প্রচুর তামাক ও সিগারেট খাই। যেটা আরও ক্ষতিকর। এটা এখনো ছাড়তে পারলাম না।’
তবে রণবীরের নেশার তালিকায় মদও রয়েছে। মাঝেমধ্যে খুব বেশি মদ্যপান করে ফেলেন বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার পরিবারের সদস্যদের ক্ষেত্রে দেখেছি, তাদের জীবনে এই মদ কুপ্রভাব ফেলেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যখন আমার শুটিং চলবে, মদ ছুঁয়েও দেখব না। যখন কাজ থাকবে না, অবসরে মদ্যপান করব।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।