বিনোদন ডেস্ক: সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া৷ বিয়ের অপরূপ সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ আপাতত রণবীর আর আলিয়া দু’জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে৷
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীর আলিয়াকে একদম নিজের কাছ থেকে দূরে রাখতে চাইছেন না৷ ছবিটি অন্য কেউই শেয়ার করেননি৷ করেছেন আলিয়ার মা সোনি রাজদানের বোন- টিনা রাজদান৷ আলিয়া একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছেন, আর রণবীর একটি বেইজ কুর্তা পরেছেন। ছবিতে রয়েছেন মহেশ ভাট, শাহীন ভাট, সোনি রাজদান, টিনা রাজদান, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সামাইরা। রয়েছেন রিমা জৈন এবং নিতাশা নন্দাও রয়েছেন৷

আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই।
বুধবারই মুম্বাইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



