জুমবাংলা ডেস্ক : আবারও নিলামে উঠেছে চট্টগ্রাম বন্দরে আটকে থাকা গাড়িগুলো। এবারের এক নিলামে বিক্রি হয়েছে ৩৪টি গাড়ি। এর মধ্যে সবচেয়ে বেশি দর উঠেছে রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ির। গাড়িটির চাকা ও ব্যাটারি নষ্ট হওয়ার পরও দাম উঠেছে ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার (৭ জুলাই) সর্বোচ্চ দরদাতাদের কাছে গাড়ি বিক্রির আদেশ জারি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে কখনো একসঙ্গে এত গাড়ি নিলামে বিক্রি হয়নি।
গত মাসে নিলামে তোলা ১০৮টি গাড়ির মধ্যে এই ৩৪টি গাড়ির দর যৌক্তিক বিবেচনা করে বিক্রি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গড়ে প্রতিটি গাড়ি বিক্রি হয়েছে মূসক, অগ্রিম আয়করসহ ৩২ লাখ টাকায়। সব মিলিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকা।
নিলামে বিক্রি হওয়া গাড়িগুলো ১০ ব্র্যান্ডের। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, জাগুয়ার, লেক্সাস, ফোর্ড, টয়োটা ল্যান্ড ক্রুজার, চেরোকি, হোন্ডা ও মিতসুবিশি। নিলামে বিএমডব্লিউ ব্র্যান্ডের ১০টি, মার্সিডিজ ব্র্যান্ডের ৮টি, হোন্ডা ও রেঞ্জ রোভার ব্র্যান্ডের ৩টি গাড়ি রয়েছে। অন্য ব্র্যান্ডের এক-দুটি করে গাড়ি রয়েছে।
নিলামে বিক্রি হওয়া সবচেয়ে পুরোনো গাড়িটি ২৭ বছরের পুরোনো। মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িটি ২ হাজার ৪৯৭ সিসির। চাবি নেই। ব্যাটারি ও চাকা নষ্ট। এই গাড়ি মূসক, অগ্রিম আয়করসহ ১৮ লাখ ২১ হাজার টাকায় পাচ্ছেন নরসিংদীর মো. নাহিদ হাসান। সবচেয়ে কম পুরোনো তিনটি গাড়ি ১৫ বছরের পুরোনো। এর মধ্যে ফোর্ড ব্র্যান্ডের একটি গাড়ি ১০ লাখ ৮৬ টাকায় পাচ্ছে চট্টগ্রামের আলিফা এন্টারপ্রাইজ। সবচেয়ে কম পুরোনো হলেও গাড়িটির ইঞ্জিনে মরিচা ধরেছে। চাকা-ব্যাটারি নষ্ট হয়ে গেছে।
সবচেয়ে বেশি দর পাওয়া গেছে রেঞ্জ রোভার ব্র্যান্ডের একটি গাড়ির। ২০০৫ সালে তৈরি এই গাড়ি ৪ হাজার ৩৯৪ সিসির। গাড়িটি এক দশক ধরে বন্দরে একটি কনটেইনারের ভেতর পড়ে ছিল। গাড়িটির ব্যাটারি ও চাকা নষ্ট হয়ে গেছে। অগ্রিম আয়কর, মূসকসহ ৭২ লাখ টাকায় বিক্রি হয়েছে গাড়িটি। ১৮ বছরের পুরোনো হোন্ডা ব্র্যান্ডের একটি গাড়ি বিক্রি হয়েছে সাড়ে আট লাখ টাকায়। গাড়িটির ব্যাটারি ও চাকা নষ্ট। গাড়িটির সিসি কত, তা খুঁজে পাওয়া যায়নি।
নিলাম কমিটির সদস্য কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন সংবাদমাধ্যমকে বলেন, পর্যটনসুবিধায় আনা গাড়ি বিক্রিতে এখন কোনো জটিলতা নেই। যৌক্তিক দর না পাওয়ায় ৭৪টি গাড়ি আবার নিলামে তোলা হবে। আগ্রহী যে কেউ নিলামে অংশ নিতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।