স্পোর্টস ডেস্ক : নাসির হোসেনের নেতৃত্বাধীন ঢাকা ডমিনেটর্সকে ২ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। এর আগে প্লে-অফ নিশ্চিত করে সিলেট সিক্সার্স, ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
রংপুরের জয়ে ঢাকার মতোই বিদায় নিশ্চিত হয়ে গেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। ঢাকা ও চট্টগ্রাম নিজেদের পরের ম্যাচগুলোতে জয় পেলেও কোনো লাভ নেই। সেগুলো এখন নিয়ম রক্ষার ম্যাচে পরিনত হয়েছে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ঢাকা ডমিনেটর্স।
দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরার চেষ্টা করেন আরিফুল হক, আল মামুনরা। আরিফুল ২৬ বলে ২৯ রান করেন।
১১ বলে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন অ্যালেক্স ব্ল্যাক। ২৭ বলে ২৩ রান করেন আব্দুল্লাহ আল-মামুন। শেষ দিকে ১১ বলে আমির হামজা ১৫ রান করায় ঢাকার দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৮ উইকেটে ১৩০।
টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় রংপুর। ২৯ রানে ২ উইকেট হারানো দলকে খেলায় ফেরান রনি তালুকদার ও নুরুল হাসান সোহান। তৃতীয় উইকেটে তারা ৬৫ বলে ৯৩ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
এরপর মাত্র ২২ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় রংপুর। তবে আফগান ক্রিকেটার আজমত উল্লাহ ওমরজাই ও পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।