স্পোর্টস ডেস্ক : বিপিএলে মঙ্গলবারের (৩০ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের বিপিএলে প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। আজও তাদের লক্ষ্য থাকবে টানা তিন জয়ে টেবিলের তৃতীয় স্থানটা আরও পোক্ত করতে। অপরদিকে, চার ম্যাচ খেলে দুই জয়ের পাশাপাশি দুই হার রয়েছে রংপুরের। তারা রয়েছে চতুর্থ স্থানে।
কুমিল্লা শেষ ম্যাচে জয় পাওয়ায় তারাও চাইবে কুমিল্লাকে হারিয়ে তৃতীয় স্থানটা দখল করতে। আর আজকের জয়ের জন্য রংপুরের মূল ভূমিকায় থাকতে পারেন সাকিব, বাবর, কিংরা।
রংপুর রাইডার্স একাদশ
বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, ইমরুল কায়েস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, রোস্টন চেজ, মুস্তাফিজুর রহমান, ম্যাথু ফর্ড ও আলিস ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।