বিনোদন ডেস্ক : ৪৫-এ পা দিলেন রানি মুখোপাধ্যায়। কিন্তু তাঁকে দেখে সে কথা বোঝার উপায় নেই। সম্প্রতি কালো শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে। চোখ ফেরানোই ছিল দায়! সম্প্রতি মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবিটি ইতিমধ্য়েই সাড়া ফেলেছে দর্শকমহলে। যিনি দেখছেন, তিনিই প্রশংসা করেছেন। রানি মুখোপাধ্যায়ের অভিনয় দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা।
প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রানি। আজ বঙ্গ-তনয়ার জন্মদিন। সুন্দরী অভিনেত্রী ইতিমধ্য়েই ৪০ পেরিয়েছেন। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় কই? সুন্দর শাড়িতে সবার নজর কেড়েছেন রানি। মনে হচ্ছে, যেন পঁচিশের তরুণী! মিসেস চ্যাটার্জি ছবির প্রোমোশনে মাসাবা গুপ্তার শাড়িতে সেজেছিলেন রানি। দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। আপনি দেখেছেন সেই ছবি?
ফিল্মের প্রোমোশনের সময়ে রানি মুখোপাধ্যায় একটি কালো রঙের শাড়ি পরেছিলেন। যার উপর সাদা প্রিন্ট ছিল। এই শাড়ি সবার নজর কাড়ে মুহূর্তে। শাড়ির আঁচলে এত সুন্দর ডিটেলিং ছিল, যা আপনাকে মুগ্ধ করবেই। শাড়ির আঁচলে ‘মা’ প্রিন্ট করা হয়েছিল। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার হাউজ অফ মাসাবা-এর সংগ্রহ থেকে শাড়িটি বেছে নিয়েছিলেন রানি। আসলে, রানির লুক ক্রিয়েট করার জন্যে বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল এই শাড়িটি।
ফিল্মের সঙ্গে সংযোগ রেখেই শাড়িটি পরেছিলেন রানি মুখোপাধ্যায়। যার উপর এই প্রিন্টটি স্পষ্ট ছিল। চান্দেরি এবং র সিল্ক ব্যবহার করে শাড়িটির ফ্যাব্রিক প্রস্তুত করা হয়েছিল। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজও পেয়ার করেছিলেন রানি মুখোপাধ্যায়। যাতে নেট স্লিভ ছিল। পিছনে কাট আউট ডিটেলিংও দেখা গিয়েছিল। মা প্রিন্ট শাড়ির আঁচলের উপর প্রিন্ট করা হয়েছিল। এটি সবার নজর টেনেছিল। এর চারপাশে সুতোর ট্যাসেল এমব্রয়ডারি চোখে পড়েছিল। শাড়ির ধারে একটি সাদা বর্ডার দেওয়া হয়েছিল।
শাড়ির সঙ্গে মানানসই অক্সিডাইজ সিলভার ঝুমকো পরেছিলেন। এর সঙ্গে স্টেটমেন্ট রিং এবং হাই হিলস পরেছিলেন। ডিউই লুক দেখে মুগ্ধ হতেই হয়। কাজল কালো চোখ দেখে বারবার প্রেমে পড়েন তাঁর অনুরাগীরা। কালো টিপও পরেছিলেন রানি মুখোপাধ্যায়। মাসাবার ওয়েবসাইটে এই শাড়ির ডিটেলস রয়েছে। সেখানেই এর দাম উল্লেখ করা হয়েছে। ১৭ হাজার টাকা মূল্য ধার্য্য করা হয়েছে।
দারুণ স্বাদের সাপের তরকারি রাঁধলেন বৃদ্ধা! পেট পুরে খেলেন সবাই
রানির এই লুকটিও ছিল দারুণ। মাসাবার কালেকশন থেকে এই শাড়িটি বেছে নিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। আইভরি রঙের এই শাড়িতে দারুণ দেখাচ্ছিল তাঁকে। চান্দেরি ও কটন ফ্ল্যাক্সের মিশ্র ফ্যাব্রিকে শাড়িটি তৈরি করা হয়েছিল। কালো বর্ডার দেওয়া হয়। মানানসই ব্লাউজও পরেছিলেন রানি। যার নেকলাইনে এবং স্লিভে গোল্ডেন এমব্রয়ডারি করা হয়েছিল। লাইট ওয়েট শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল রানি মুখোপাধ্যায়কে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।