বিনোদন ডেস্ক : গভীর বন্ধুত্বের বিজ্ঞাপনে তাঁরা যা করেছেন, তা বোধ কেউ স্বপ্নেও ভাবেননি। সাত-পাঁচ না ভেবে রানির বুড়ো আঙুল মুখে পুরে নেন বিদ্যা।
তাঁরা প্রতিদ্বন্দ্বী না বন্ধু?
এক সময়ে এই প্রশ্ন ঘোরাফেরা করত দুই নায়িকাকে ঘিরে। রানি মুখোপাধ্যায় এবং বিদ্যা বালন। ‘নো ওয়ান কিলড জেসিকা’-তে একসঙ্গে অভিনয় করেছিলেন। সেখান থেকেই জন্ম নানা জল্পনার। নিন্দকেরা বলতেন, দুই নায়িকার মধ্যে সদ্ভাব ছিল না মোটেই। বরং ছিল শত্রুতা।
বিদ্যা এবং রানি যদিও অন্য কথা বলেছিলেন। কর্ণ জোহরের অনুষ্ঠানে একাধিক বার নিজেদের সুসম্পর্কের বুলি আওড়েছেন দু’জনেই। গভীর বন্ধুত্বের বিজ্ঞাপনে তাঁরা যা করেছেন, তা বোধ কেউ স্বপ্নেও ভাবেননি। সাত-পাঁচ না ভেবে রানির বুড়ো আঙুল মুখে পুরে নেন বিদ্যা।
ভাবছেন, এমন আজগুবি কাণ্ড কেন করলেন তাঁরা?
সেই সাক্ষাৎকারে বিদ্যা বলেন, “‘ইশকিয়া’ ছবিতে এক দৃশ্যে আমি আরশাদ ওয়ারসির বুড়ো আঙুল মুখে পুরতে হয়েছিল। ছবির সেটে রানি বারবার সেই দৃশ্যটি নকল করে দেখাত। আর তখন আমি হাসি থামাতে পারতাম না। রানি খুব মজার মানুষ।”
নিস্তার মেলেনি কাজের সময়েও। বিদ্যার কথায়, “‘নো ওয়ান কিলড জেসিকা’-তে একটি দৃশ্য আছে যেখানে আমি দরজা খুলে দেখব রানি দাঁড়িয়ে আছে। সেই শটটা আমাদের আট থেকে দশ বার দিতে হয়েছে। কারণ যখনই আমি দরজা খুলতাম, দেখতাম রানি সেই দৃশ্যটি নকল করার চেষ্টা করছে।” এর পরেই কর্ণের অনুষ্ঠানে ‘ইশকিয়া’ ছবির সেই দৃশ্য নকল করেন তাঁরা।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.