আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাজপরিবারের সদস্যসহ দুই হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। সেই সময় রাজার প্রতি সম্মান জানাতে গাওয়া হয় ‘গড সেভ দ্য কিং’। অভিযোগ, রানির নাতি প্রিন্স হ্যারি সেসময় এই সঙ্গীত গায় নি। তবে সেটা স্বল্প সময়ের জন্য।
ইতোমধ্যে টুইটার ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার একটি শর্ট ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হ্যারি সঙ্গীত গায়নি। তিনি আশেপাশে তাকাচ্ছেন এবং ওই সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন না।
Prince Harry not singing the national anthem 👀 #queensfuneral pic.twitter.com/laNk5JMZ6R
— Kieran (@kierknobody) September 19, 2022
অনেক টুইটার ব্যবহারকারী হ্যারিকে ‘অসম্মানজনক’ বলে অভিযুক্ত করেছেন। ওই ভিডিও শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, প্রিন্স হ্যারি জাতীয় সঙ্গীত গাইছেন না। হ্যারির এমন কাণ্ডে অনেক ব্যবহারকারী হতাশা প্রকাশ করেছেন।
প্রিন্স হ্যারি রাজকীয় দায়িত্ব ছেড়ে ২০২০ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। হ্যারিকে গতকাল শেষকৃত্য অনুষ্ঠানে তার বাবা রাজা তৃতীয় চার্লস ও সৎ মা ক্যামিলার পেছনে বসতে থাকতে দেখা গেছে। হ্যারির সঙ্গে তার স্ত্রী মেগান মার্কেলও ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।