বিনোদন ডেস্ক : আবারও পর্দায় ফিরছেন ‘রানি’। সঙ্গে থাকছে সেই পরিচিত রোমাঞ্চ, ভালোবাসা আর খুনোখুনিতে মোড়া ‘হাসিন দিলরুবা’-র রহস্যময় জগৎ। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসী পান্নু ও চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে সিরিজটির তৃতীয় অধ্যায়। তখন থেকেই শুরু হয়েছিল নানা জল্পনা। যদিও শুরুতে আলোচনা খুব একটা গতি পায়নি, এবার কিন্তু নিশ্চিত খবর মিলেছে—আসছে ‘হাসিন দিলরুবা ৩’।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ এখন চলছে জোরকদমে। ‘রানি’ ও ‘ঋষু’র প্রেম, বিশ্বাসভঙ্গ আর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠছে এক নতুন, আরও উত্তেজনাপূর্ণ গল্প। নির্মাতা দলের দাবি, এবারের গল্প আগের দুই সিজনের তুলনায় অনেক বেশি নাটকীয় ও রোমাঞ্চকর হতে চলেছে।
নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’র তৃতীয় কিস্তিতে তিনগুণ মজা, রহস্য আর চমকের আশ্বাস দেওয়া হচ্ছে। তাপসী পান্নুও কিছুদিন আগে ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” উত্তরে কনিকা ঢিলোঁ মন্তব্য করেন, “এইবারে পাগলামি তিনগুণ! ‘পণ্ডিতজি’ শুরু করে দিয়েছেন নতুন কিতাব!”—মানে, এবার ‘রানি’-কে ঘিরে আরও নতুন রহস্য ও নাটকীয়তা আসছে।
তাপসীর প্রশ্ন, “রানির জীবনে এবার কী কী অপ্রত্যাশিত মোচড় চাইছেন আপনারা?”—এটি আরও বাড়িয়ে তুলেছে ভক্তদের আগ্রহ।
উল্লেখযোগ্য, ২০২১ সালে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। এরপর ২০২৪ সালে আসে সিক্যুয়েল ‘ফির অয়ি হাসিন দিলরুবা’। দু’টি ছবিতেই তাপসী ছিলেন মুখ্য চরিত্রে। প্রথম ছবিতে ছিলেন বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে, দ্বিতীয় পর্বে যুক্ত হন সানি কৌশল। দর্শকপ্রিয় এই সিনেমাগুলো তাপসীর ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নিয়েছে।
সর্বশেষ তাপসীকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের দ্বারা।
তাপসীর পরবর্তী সিনেমা ‘গান্ধারী’, যা পরিচালনা করছেন দেবাশীষ মাখিজা এবং প্রযোজনা করছেন কনিকা ঢিলোঁ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে নেটফ্লিক্সে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ইশওয়াক সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।