বিনোদন ডেস্ক : বলিউডের প্রভাবশালী অভিনেত্রী রানী মুখার্জি। নব্বইয়ের দশকের শেষ দিকে পর্দায় একচ্ছত্র আধিপত্য ছিল যার। ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমার উপহার দিয়েছেন রানী। কাজ করেছেন তার সময়কালীন বলিউডের প্রায় সব সুপারস্টার নায়কের সঙ্গে।
হিন্দি সিনেমার জগতে কাজের মাধ্যমে নিজেকে তিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার দখলে রয়েছে সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ অনেক সম্মাননা। তবে এমন কিছু কাজ রয়েছে, যেগুলো ছেড়ে দিয়ে আজও আফসোস করেন রানী। হ্যাঁ, ঠিকই শুনেছেন।
সফলতম এ অভিনেত্রী ক্যারিয়ারে এমন অনেক সিনেমা ছেড়ে দিয়েছিলেন যেগুলো পরবর্তীতে ব্লকবাস্টার হয়ে যায়। সেই তালিকায় আছে এক হলিউড সিনেমার নামও।
লাগান
আমির খান এবং দেশী সিং অভিনীত লাগান সিনেমাটির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় গ্রেসি সিং ওরফে গৌরীর ভূমিকায় কাজ করার কথা ছিল রানীর।
তবে কাজটি ছেড়ে দেন রানী। পরে অবশ্য আফসোসেস কমতি ছিল না রানীর কণ্ঠে।
মুন্না ভাই এমবিবিএস
সঞ্জয় দত্তের জীবনে মুন্নাভাই এমবিবিএস ছিল এমন একটি সিনেমা, যা তার গোটা জীবনকেই পাল্টে দিয়েছিল। এই সিনেমাতেও অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল রানীর। কিন্তু তিনি মানা করে দেওয়ায় গ্রেসি সিং সুযোগ পেয়ে যান এই সিনেমায় কাজ করার।
এরপরের গল্প সবারই জানা।
দিল সে
জানলে অবাক হয়ে যাবেন, শাহরুখ খানের ‘দিল সে’ সিনেমায় শাহরুখের বাগদত্তা অর্থাৎ মনীষা কৈরালার জায়গায় অভিনয় করার কথা ছিল রানীর। তবে চরিত্রটি পছন্দ না হওয়ায় রানী রাজি হননি। পরে কাজটি করেন মনীষা। অভিনেত্রীর ক্যারিয়ারে অন্যতম সেরা পারফরম্যান্স এটি।
দ্য নেমসেক
হলিউড সিনেমা ‘দ্য নেমসেক’-এ ইরফান খানের স্ত্রীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল রানী মুখার্জি। রানী প্রত্যাখ্যান করলে এই অফার পেয়ে যান টাবু। সিনেমাটি সমালোচকদের মন জয় করে নেয়।
ভুলভুলাইয়া
মঞ্জুলিকা চরিত্রে অভিনয় করে রাতারাতি এই জনপ্রিয় হয়েছিলেন বিদ্যা বালান। বিদ্যার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রথমে রানীর। তবে সিনেমাটি ছেড়ে দেন তিনি। পরে অবশ্য আক্ষেপের সুর শোনা যায় তার কণ্ঠে। বলিউডের অন্যতম আইকনিক চরিত্র হয়ে উঠে এটি।
হে বেবি
রিতেশ দেশমুখ, অক্ষয় কুমার এবং ফারদিন খান অভিনীত এই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। বিদ্যার বদলে রানীর অভিনয় করার কথা ছিল এই সিনেমায়। ব্যস্ততার কারণে রানী সিনেমা থেকে সরে দাঁড়ান। সিনেমাটি সুপারহিট হয় বিদ্যার হাত ধরে।
ওয়াক্ত
অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন অভিনীত সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার জায়গায় প্রথমে কাজ করার কথা ছিল রানীর। রানী মানা করে দেওয়া এই কাজ পেয়ে যান প্রিয়াঙ্কা। পারিবারিক ড্রামাটি মুক্তির পর দর্শকরা বেশ পছন্দ করেন।
সাওয়ারিয়া
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সাওয়ারিয়া সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে প্রথমে কাজ করার কথা ছিল রানী মুখার্জির। চরিত্রটি রানীর পছন্দ না হওয়ায় তিনি কাজ করতে মানা করে দেন। পরে এই চরিত্রের অফার পেয়ে যান সোনম কাপুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।