বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ‘রানী রাসমণি’ খ্যাত অভিনেতা অরিজিৎ ব্যানার্জি। আর্টিস্ট ফোরামের সূত্রের বরাত অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
মঙ্গলবার (৭ মার্চ) মানুষ যখন দোল উৎসবে মেতেছিলেন তখনই তার মৃত্যুর সংবাদ আসে। জানা যায়, এর আগে সোমবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় অরিজিতের মৃত্যু হয় বলে হিন্দুস্তান টাইমসের খবর।
অরিজিতের কাছে অভিনয় ছিল নেশার মতো। আজীবন বামপন্থী চিন্তায় বিশ্বাসী ছিলেন। তিনি ছোট পর্দার পাশাপাশি রঙ্গমঞ্চেরও পরিচিত মুখ ছিলেন। তোতা নামে পরিচিত ছিলেন। অভিনয়ের বাইরে একাধিক নাটকও পরিচালনা করেছেন।
এ অভিনেতা রানী রাসমণি ছাড়াও ‘শ্রীচৈতন্য মহাপ্রভু’, ‘ত্রিশূল’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।