বিনোদন ডেস্ক : পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় গর্ভপাত হয়ে যায় বলিউড অভিনেত্রী রানি মুখার্জির। সম্প্রতি ফিল্ম ফেস্টিভালে প্রথমবারের মতো এমন হৃদয়বিদারক ঘটনার কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
সম্প্রতি মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রানি মুখার্জি। সেই অনুষ্ঠানেই তিনি জানান, ২০২০ সালে তিনি গর্ভবতী ছিলেন।
দ্বিতীয়বার মা হতে চলেছিলেন তিনি। কিন্তু তিনি যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখনই তার গর্ভপাত হয়ে যায়। আর এই পুরো ঘটনা ঘটেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার শুটিং শুরুর আগে। কিন্তু তখন তিনি এ ঘটনা কাউকে জানাননি।
অভিনেত্রী ভেবেছিলেন, তখন যদি তিনি তার জীবনের এই কঠিন সময়ের কথা বলতেন, অনেকেই ভাবতেন যে এটা শুধু একটা প্রমোশনের জন্য বানানো গল্প। তাই চুপ ছিলেন রানি।
বিজনেস টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘প্রথমবার আমি ব্যক্তিগত বিষয়ে জনসম্মুখে কথা বলছি। কারণ আজকাল আমরা যা-ই করি না বা বলি না কেন সকলেই ভাবেন সেটা আমরা সিনেমার প্রচারের স্বার্থে বলছি বা করছি।
আমি তাই ইচ্ছা করেই আমার সিনেমা প্রচারের সময় এ কথা বলিনি। কিন্তু এটা ২০২০ সালের ঘটনা, যখন চারদিকে মহামারির প্রকোপ চলছে। ২০২০ সালের শেষদিকে আমি দ্বিতীয়বার গর্ভবতী হই। কিন্তু দুর্ভাগ্যবশত পাঁচ মাসের মাথায় আমি আমার সন্তানকে হারাই।’
রানি আরো জানান, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার অন্যতম প্রযোজক নিখিল আদবানি তাকে তার সন্তানের মৃত্যুর ১০ দিন পর ফোন করে এই সিনেমার কথা বলেন।
রানি বলেন, ‘আমি আমার সন্তানকে হারানোর পরই নিখিল আমায় ফোন করে গল্পটা বলে। আর কিছু সময় এমন আসে যখন আপনি ব্যক্তিগত জীবনে সেই একই একই পরিস্থিতির মধ্য দিয়ে, একই অনুভূতির মধ্য দিয়ে হয়তো যাচ্ছেন। তখন তেমন কোনো গল্প পেলে এমনিতেই সেটার সঙ্গে একটা কানেকশন তৈরি হয়ে যায়। তা ছাড়া আমি কখনোই ভাবিনি যে নরওয়ের মতো দেশে একটি ভারতীয় পরিবারের সঙ্গে এমন কিছু হতে পারে।’
২০১৪ সালের ২১ এপ্রিল আদিত্য চোপড়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রানি মুখার্জি। দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন দুজন। ২০১৫ সালে রানির মেয়ে আদিরার জন্ম হয়। বর্তমানে সংসার সামলানোর কাজেই ব্যস্ত রানি। খুব কম চলচ্চিত্র করছেন অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সিনেমাটি দর্শক মহলে বেশ প্রশংসা পেয়েছে।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।