লাইফস্টাইল ডেস্ক : রান্নাঘর তেলাপোকার বেশ পছন্দের জায়গা। কারণ হাতের কাছেই পেয়ে যায় বেঁচে যাওয়া খাবারের অংশ বা ময়লা। তেলাপোকা তাড়ানো খুব কঠিন। তেলাপোকা রোগজীবাণু তৈরি তো করেই, দেখলেও কেমন গা ঘিন ঘিন করে ওঠে।
আবার ব্যাকটেরিয়া বহন করে খাবারে সংক্রমিত করতেও বেশ পটু। এই তেলাপোকার যন্ত্রণা থেকে মুক্তির সহজ পাঁচ উপায় পাঠকদের কাছে তুলে ধরা হলো―
সাবান ও পানি
এক লিটার পানিতে ৪ চা চামচ ডিটারজেন্ট পাউডার মেশান। এরপর তা একটি স্প্রে বোতলে ভরে সরাসরি তেলাপোকার ওপর ছিটিয়ে দিন। সাবান পানি তেলাপোকার শ্বাস-প্রশ্বাসের ছিদ্রগুলোতে একটি পাতলা স্তর তৈরি করে। এটি তাদের শ্বাসরোধ করে মেরে ফেলে। তেলাপোকা লুকিয়ে থাকার জায়গাগুলোতেও তা ছিটিয়ে দিন।
শসা
তেলাপোকা তাড়াবে শসা। একটি টিনের পাত্রে কয়েক টুকরা শসা রেখে দিন। শসা ও টিনের মধ্যে প্রতিক্রিয়ার ফলে একটি গন্ধের সৃষ্টি করে, যা তেলাপোকা একদম পছন্দ করে না। ফলে পালিয়ে যায়।
বোরিক পাউডার
তেলাপোকা প্রতিরোধে বোরিক এসিড বেশ ভালো টোপ। এক ভাগ বোরিক এসিড বা পাউডার এক ভাগ সাদা চিনি এবং এক ভাগ গমের ময়দা ভালো করে মিশিয়ে নিন। এরপর রান্নঘরের চারপাশে মিশ্রণটি ছড়িয়ে দিন। তা তেলাপোকা চলে যেতে সাহায্য করবে।
তেজপাতা
কতগুলো তেজপাতা গুঁড়া করে নিন। এরপর তা রান্নাঘরের তেলাপোকা লুকানোর সম্ভব্য স্থানে ছিটিয়ে দিন। তেজপাতার গুঁড়ার সুগন্ধ আপনার বাড়ি থেকে কীটপতঙ্গকে তাড়িয়ে দেবে।
নিমপাতা
নিমপাতা পানি দিয়ে পেস্ট করে নিন। তারপর ছেঁকে পানি বের করে নিন। একটি স্প্রে বোতলে ভরে নিয়ে নিমপানি রান্নাঘরে ভালো করে ছিটিয়ে দিন।
যে কাজগুলো করবেন না :
– প্রতি রাতে রান্নাঘর পরিষ্কার করে তারপর ঘুমাতে যাবেন। এঁটো থালাবাসন রাতে জমিয়ে রাখবেন না।
– প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন। জমিয়ে রাখবেন না।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।