রণবীর-দীপিকা কি সত্যিই বিচ্ছেদের পথে?

রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক : বেশ অনেকদিন ধরেই সরগরম বলিউড। শোনা যাচ্ছিল, একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তাদের একসঙ্গে দেখতে পছন্দ করে দর্শক, তা পর্দায় হোক বা পর্দার বাইরে।

রণবীর-দীপিকা

তবে রণবীরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা উইশ পোস্ট না করাতেই ওই জল্পনায় পড়ে সিলমোহর। এবার এই জল্পনার অবসান ঘটালেন রণবীর সিং নিজেই।

গত ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। সেদিন সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছায়। শুধু দীপিকা তাকে কোনো শুভেচ্ছা জানাননি। এমনকি সেদিন কার্যত নায়িকাকে দেখাই যায়নি সোশ্যাল মিডিয়ায়।

সেখান থেকেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে রণবীর ও দীপিকার মধ্যেকার দূরত্বের খবর। কিন্তু অবশেষে জানা গেল আসল সত্যিটা। সবাইকে রীতিমতো চমকে দিয়ে জল্পনা, গুঞ্জন সব হাওয়ায় উড়িয়ে দিলেন রণবীর নিজেই।

আসলে জন্মদিনে আলিবাগে ঘুরছিলেন রণবীর-দীপিকা। সেখানেই কোয়ালিটি টাইম কাটাচ্ছিলেন তারা। সোশ্যাল মিডিয়াকে নয়, রণবীরকেই গোটা দিনটা দিয়ে দিয়েছিলেন দীপিকা। সেখান থেকেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন রণবীর।

সেই ছবিতে দেখা যাচ্ছে, বর্ষা উপভোগ করছেন দুই তারকা। সামনে বিস্তৃত জলরাশি আর একটি জাহাজে রয়েছেন তারকা দম্পতি। সেখান থেকেই বৃষ্টি চুটিয়ে উপভোগ করছেন তারা। দুজনের মুখের হাসিই জানান দিচ্ছে, একসঙ্গে তারা কতটা সুখী।

ক্যামেরার সামনে পোশাক খুলতে আপত্তি আছে আমার : নার্গিস ফাকরি

সেই ছবি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, জন্মদিনের শুভেচ্ছার জন্য। সঙ্গে লাল হার্টের ইমোজি।’ এই ছবি পোস্টের কয়েক ঘণ্টা পরেই দীপিকা-রণবীরকে মুম্বাই ফেরত আসতে দেখা যায়। পাপারাৎজিদের ফ্রেমবন্দি হন দুজনে। রণবীরকে দেখা যায় ফ্রন্ট সিটে আর দীপিকা ছিলেন ব্যাক সিটে।