জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে নারীকে দিয়ে প্রেমের ফাঁদে ফেলে এক যুবকের নিকট থেকে মুক্তিপণ আদায়ের সময় চারজনকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ।
সোমবার (২৭ মার্চ) ভোর রাতে উপজেলার কামারগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নাসির সিকদারের ছেলে কাদের সিকদার (২১), বশার বিশ্বাসের মেয়ে মাকসুদা আক্তার নিলা (২১), আকরাম সেখের ছেলে খালিদ সেখ (১৯) এবং জুয়েল ফকিরের ছেলে সাজ্জাদ ফকির (১৬)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বলেন, ঢাকার তেজগাঁও একটি কোম্পানিতে চাকরি করা ভিকটিম রাকিব ওরফে রাশেদের (২৩) সঙ্গে মাকছুদা আক্তার নীলার (২১) সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পরিচয় হয়। পরিচয়ের সূত্রে মাকছুদা আক্তার নীলার আমন্ত্রণে গত শনিবার বিকেলে ভিকটিম রাকিব ঢাকা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় যান। সেখান থেকে মাকছুদা আক্তার নীলা বেড়ানোর কথা বলে রাশেদকে একটি ইজিবাইকে তোলেন। কিছুদূর যাওয়ার পর আরও পাঁচজন যুবক ইজিবাইকটিতে ওঠেন। তখন মাকছুদা কৌশলে ইজিবাইক থেকে নেমে যান। পরে পথ থেকে ওঠা যুবকরা রাশেদকে মোল্লাহাট থানার কামারগ্রামের গুনির খালের মাথায় ফাঁকা স্থানে আটকে রেখে তার মোবাইল দিয়ে পরিবারের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি বলেন, ভিকটিমের পরিবার মোল্লাহাট থানা পুলিশের নিকট সহযোগীতা চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ বিশেষ অভিযান পরিচালনা করে কামারগ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করেন এবং এ ঘটনায় জড়িত চারজনকে আটক করেন। মোল্লাহাট থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.