বিনোদন ডেস্ক : দীর্ঘ বছর পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ র হাত ধরে পরিচালনায় ফিরেছেন পরিচালক করণ জোহর। এ সিনেমার মাধ্যমেই এই প্রথম করন জোহরের পরিচালনায় জুটি হিসাবে অভিনয় করলেন রণবীর সিং এবং আলিয়া ভাট। এতে বাঙালি চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। আর মাত্র তিনদিন পরই মুক্তি পাচ্ছে সিনেমাটি। আর তাই জোরদার প্রচারনাও চালাচ্ছেন পর্দার জুটি রকি-রানি। সম্প্রতি কলকাতা এসে বাংলায় কথা বলে বাঙালি দর্শকদের চমকে দিলেন দুজন। এদিকে কলকাতাবাসিও প্রিয় জুটিকে অভিনব কায়দায় স্বাগত জানাতে ভুল করেনি।
দি ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার কলকাতা শহরে পা রেখেছেন বলিউড অভিনেতা রণবীর সিং আর আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের স্বাগত জানানোর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম ‘আইকন’ হলুদ ট্যাক্সি দিয়ে বানানো একটি হার্ট, তার মধ্যবিন্দুতে দাঁড়িয়ে আছে রণবীর-আলিয়া। হার্টের মাঝখানে লেখা ‘রকি ও রানি’কে কলকাতায় স্বাগত। আর সঙ্গে বাজছে নতুন মুক্তি পাওয়া গান। ভিডিওতে রণবীরের পরণে সাদা শার্ট, কালো ট্রাউজার, আলিয়া সেজেছেন গোলাপি আর লাল রঙ এর শাড়িতে।
এছাড়া এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েই আলিয়া মিষ্টি করে বাংলা ভাষায় বলে ওঠেন, ‘নমস্কার কলকাতা, কেমন আছো সবায় (সবাই)? তোমাদের সবাইকে…’ বলেই পরের শব্দ ভুলে যান তিনি।
এদিকে অভিনেত্রীকে লেগপুল করে রণবীর বলেন, ‘একি! তুমি তো পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে এসেছিলে। ভুলে গেছ?’ তাকে থামিয়ে আলিয়া ফের প্রথম থেকে বলতে শুরু করেন’ তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আজ আমি খুব খুব এক্সাইটেড। আশা করি তোমাদের সবার আমার নতুন গান ঢিনধোরা খুব ভালো লাগবে।’
যেহেতু এইটুকু কথা বলতে কয়েকবার থেমেছেন আলিয়া। তাই তিনি দর্শকদের থেকে ক্ষমা চেয়ে বলেন, ‘বিশ্বাস করুন আমি মুখস্থ করে এসেছিলাম। কিন্তু আপনাদের দেখে আমি সব ভুলে গেছি।’ কিন্তু তার এই যে চেষ্টার কারণে খুশি অভিনেত্রীর বাঙালি ভক্ত-অনুরাগীরা।
রকি অউর রানি কি প্রেম কাহানি সিনেমাতে রণবীর-আলিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী। মা হওয়ার পর এই প্রথম বড় পর্দায় ফিরেছেন আলিয়া। আগামী মাসেই মুক্তি পাবে আলিয়ার প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।