প্রেমের প্রথম দিনের ঘটনায় অনুশকা-দীপিকাকে নিয়ে বিপদে রণবীর

অনুশকা দীপিকা রনবীর

বিনোদন ডেস্ক : বিতর্কের আরেক নাম ‘কফি উইথ করণ’! করণ জোহরের টক শোতে একের পর এক বোমা ফাটান তারকারা। আর তা নিয়ে চলে তুমুল আলোচনা-সমালোচনা। নতুন সিজন শুরু হতে না হতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়! ৮ নম্বর সিজনের প্রথম এপিসোডে অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের আদর্শ দম্পতি ‘দীপবীর’।

অনুশকা দীপিকা রনবীর

দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের রসায়ন হামেশাই চোখ টানে, তাঁদের প্রেম কাহিনি নিয়েও কমচর্চা হয়নি এতদিন। তবে সেই সমীকরণ নিয়েই প্রশ্ন উঠছে কফি উইথ করণের এপিসোড শেষে।

সেখানে এসে নিজেদের প্রেমজীবন নিয়ে নানা গোপন কথা ফাঁস করেন বলিউডের এই চর্চিত দম্পতি। কথায় কথায় স্ত্রীর প্রতি ভালোবাসার জাহির করতে পিছপা হননি রণবীর। তেমনই এক আবেগঘণ মুহূর্ত বলতে গিয়ে নেটিজেনদের কাছে ফেঁসে’ গেছেন তিনি। কারণ একই কথা রণবীর বলেছিলেন তার ‘প্রথম’ প্রেমিকা বা সহশিল্পী আনুশকার পাশে বসেই। আর তা এই শোতেই।

সঞ্জয় লীলা বানশালির ছবি ‘রামলীলা’র মাধ্যমেই রণবীর ও দীপিকার প্রেমের শুরু। তাঁদের প্রথম দেখা পরিচালক সঞ্জয়ের বাসাতে। সেখানেই দীপিকাকে সাদা কুর্তায় দেখে প্রেমে পড়ে যান। কিন্তু কেমন ছিল সেই সাক্ষাৎ তার বিবরণ দিতে গিয়ে রণবীর বলেন, ‘‘সমুদ্রমুখী একটি ফ্ল্যাট, আমি যেখানে বসেছিলাম তাঁর সামনেই বিরাট একটা কাঠের দরজা। সামনেই সমুদ্র, তার হাওয়া যেন ধাক্কা মারছিল সেই ঘরে। সেই সময় সাদা কুর্তা পরে সামনে দীপিকা। হাওয়ায় উড়ে যাচ্ছে চুল। দেখে মনে হল ওর থেকে বেশি স্নিগ্ধ আর কেই বা হতে পারে।’’

‘তোমাকে ছাড়া কল্পনা করতে পারি না’

এত অবধি সব ঠিকই ছিল। তবে খুঁত খুঁজে বের করলেন নেটাগরিকরা। আসলে ২০১১ সালে অভিনেতা আনুশকা শর্মার সঙ্গে করণের শোতে আসেন রণবীর। ঠিক একই ভঙ্গিতে প্রশংসা করেন তিনি। সেখানে আনুশকার সঙ্গে প্রথম সাক্ষাতের বিবরণে ঠিক একই কথা বলেছিলেন। পুরনো সেই ভিডিও খুঁজে বার করেছেন নেটাগরিকরা। তা হলে কি আনুশকা দীপিকা গুলিয়ে ফেললেন রণবীর! সেই নিয়ে চলছে জোর জল্পনা।