কোহলির বায়োপিকে অভিনয়ের সুযোগ পাচ্ছেন রণবীর

কোহলি রণবীর কাপুর

বিনোদন ডেস্ক : বলিউডে তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক। সেই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করার দৌড়ে ছিলেন বলিউড তারকা রণবীর কাপুর। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। দীর্ঘ দিনের জল্পনাকল্পনার পর অবশেষে মহারাজের চরিত্রে অভিনেতা হিসাবে চূড়ান্ত করা হয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। সুযোগ হাতছা়ড়া হয়েছে রণবীরের। এ বার অন্য এক ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়েছে বলিপাড়ায়। সেই ছবিতে কি কোহলির চরিত্রে অভিনয় করার সুযোগ পাবেন রণবীর?

কোহলি রণবীর কাপুর

ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচেও হাজির ছিলেন রণবীর। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’। সেই সিনেমার প্রচারেই এসেছিলেন ঋষি-পুত্র। সেখানেই রণবীরকে প্রশ্ন করা হয়, বিরাটের বায়োপিকে কি অভিনয় করতে রাজি তিনি? প্রশ্নের উত্তরে রণবীর বলেন, আমার মনে হয় বিরাটের বায়োপিকে বিরাটের নিজেরই অভিনয় করা উচিত।

কিন্তু এমন এক সুযোগ কেন হাতছাড়া করছেন রণবীর? তারকার কথায়, বিরাটকে অনেক অভিনেতার থেকে ভালো দেখতে। শুধু তাই-ই নয়, ওর ফিটনেসও অনবদ্য!

অস্ট্রেলিয়ার দুই ‘বিশ্বকাপ’ আজ

ক্রিকেট তারকা হওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনেও নিয়মিত মুখ তিনি। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার স্বামী। এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই আনুশকার সঙ্গে প্রথম আলাপ তার। তারপরে আনুশকার সঙ্গে জুটি বেঁধেও একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছেন বিরাট। ক্রিকেটের মাঠকে বিদায় জানানোর পরে কি সিনেমার পর্দায় দেখা যেতে পারে কোহলিকে? এখন থেকেই উত্তেজনা তুঙ্গে অনুরাগীদের।