বিনোদন ডেস্ক : লন্ডনের মাদাম তুসো মোমের জাদুঘরে দুটি মূর্তি রাখা রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের। একটি ঐতিহ্যবাহী এবং অন্যটি পশ্চিমী লুকে। তার মোমের মূর্তির সঙ্গে নিজের দাঁড়ানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রণবীর।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছবিতে দেখা যাচ্ছে এ দিন কালো স্যুট-বুট পরে মিউজিয়ামে হাজির হন রণবীর। অবিকল মোমের স্ট্যাচুর মতো পোজ দিয়েছেন অভিনেতা। অনেকেই অবশ্য স্ট্যাচুর সঙ্গে আসল রণবীরকে গুলিয়ে ফেলেছেন।
ছবিগুলি পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করে রণবীর লিখেছেন, ‘যত বড় হয়েছি বিশ্বের কিছু বিখ্যাত এবং বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে আমার বাবা-মায়ের পুরানো ফটো দেখে মুগ্ধ হয়েছিলাম, শুধুমাত্র বুঝতে পেরেছিলাম যে তারা লন্ডনের বিখ্যাত মাদাম তুসোর মোমের মূর্তি।
সেই পুরনো জাদুঘরে আমি মুগ্ধ, এখন সেখানে আমার নিজস্ব মোমের মূর্তি থাকাটা যেন পরাবাস্তব।’
পোস্টে আরও লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতায় পূর্ণ। কারণ আমার ছবি বিশ্বের সবচেয়ে দক্ষ ব্যক্তিত্বদের মধ্যে দাঁড়িয়েছে। একটি অবিস্মরণীয় মুহূর্ত, যা আমায় জাদুকরী সিনেমাটিক যাত্রার মধ্যে দিয়ে নিয়ে যেতে বাধ্য করে যা আমাকে এই মুহূর্তটা দিয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।