বিনোদন ডেস্ক: মঞ্চে নাচছেন মডেল-অভিনেত্রী নোরা ফতেহি। ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’র গান ‘গর্মি’র উত্তাপ তাঁর সাড়া শরীরে খেলে বেড়াচ্ছে। ছন্দে-লাস্যে ‘যেন নাগিন ডান্স’। পা-ঢাকা সাদা পোশাকে আলোর ঝিলমিল নাচের নেশা আরো বাড়িয়েছিল। সেই সময় যোগ দিলেন অভিনেতা রণবীর সিং।
হইহই করে উঠলেন দর্শকরা। নোরার কপট প্রেমিক হয়ে নাচে পা মেলালেন ‘গালি বয়’ও। ‘নাগিন’ নোরাকে দেখে তিনিও হাঁ! রংবেরংয়ের ঢোলা শার্ট আর গোলাপি প্যান্টে রণবীরের উপস্থিতিও ছিল চমকপ্রদ। নিমেষে ডান্সফ্লোর জমিয়ে দিলেন দুই তারকা।

সেই ভিডিও ভাইরাল হতেই ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরাও। কোথায় হচ্ছিল এমন জমকালো অনুষ্ঠান? জানা গেল, একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শোর মঞ্চে অতিথি হয়ে আসেন এই দুই তারকা।
ছোটদের নাচের লড়াইয়ের আসর। খুদে প্রতিযোগীদের উৎসাহ দিতেই উপস্থিত হয়েছিলেন দুই খ্যাতনামী। রণবীর-নোরার যুগল নাচে মোহিত হয়ে গেলেন উপস্থিত সকলেই। আর ছোটরা তো আহ্লাদে আটখানা। খুব শিগগিরই সম্প্রচারিত হবে সেই অনুষ্ঠান।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


